আবারও প্রবাসীর স্ত্রী অভিনেত্রী অহনা

বিনোদন প্রতিবেদক
০১ ডিসেম্বর ২০২৪, ১২:২৩
শেয়ার :
আবারও প্রবাসীর স্ত্রী অভিনেত্রী অহনা

টেলিভিশন চ্যানেলের পাশাপাশি ইউটিউব কেন্দ্রিক নাটকে দর্শকচাহিদাও বাড়ছে। গেল সেপ্টেম্বরে জিয়াউদ্দিন আলমের পরিচালনায় ‘প্রবাসীর স্ত্রী’ নামের একটি নাটকে অভিনয় করেন অহনা রহমান। নতুন খবর হলো- এবার আসছে এর সিক্যুয়েল। সমাজে প্রবাসীর স্ত্রীর কষ্টের গল্প নিয়ে নির্মিত ‘প্রবাসীর স্ত্রী ২’তে দেখা যাবে অহনাকেই।

নির্মাতা জিয়াউল জানান, ‘প্রবাসী এক স্বামীর স্ত্রী নিরুর চরিত্রে অভিনয় করেছেন অহনা। এ নাটকে প্রবাসীর স্ত্রীর জীবনে মিথ্যা অপবাদ আর শ্বশুরবাড়ির নির্যাতনের বিষয়টি তুলে ধরা হয়েছে। যে কারণে নাটকের এক পর্যায় দেখা যায়, প্রবাসী স্বামী তার সন্তানকেও অস্বীকার করতে দ্বিধা বোধ করে না।’

‘প্রবাসীর স্ত্রী ২’তে কাজ করা প্রসঙ্গে অহনা বলেন, ‘নাটকটি আমাদের সমাজেরই একটি অংশ তুলে ধরেছে। প্রথম কিস্তির নাটক দর্শকপ্রিয়তা পাওয়ায় সবাই চাইছিল এর সিক্যুয়াল হোক। তাই দর্শকদের আর অপেক্ষায় না রেখে আবারও এ নাটকে অভিনয় করলাম।’

পটুয়াখালীর মেয়ে অহনা মিরপুর গার্লস হাইস্কুল থেকে মাধ্যমিক পাস করেন। ঢাকা কমার্স কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করার পর বিবিএ কোর্সে ভর্তি হন। ২০০৭ সালে শোবিজ অঙ্গনে পা রাখেন। ক্যারিয়ার গড়েন মডেল ও অভিনয়ে। টিভি নাটকের পাশাপাশি ওয়েব সিরিজ এবং সিনেমাতেও অভিনয় করেছেন অহনা রহমান।