১২ ডিগ্রির ঘরে নামল দিনাজপুরের তাপমাত্রা

অনলাইন ডেস্ক
০১ ডিসেম্বর ২০২৪, ১০:১৬
শেয়ার :
১২ ডিগ্রির ঘরে নামল দিনাজপুরের তাপমাত্রা

দিনাজপুরে গত কয়েকদিন ধরেই শীতের তীব্রতা বেড়েছে। দিন দিন তাপমাত্রা কমায় শীত বেশি অনুভূত হচ্ছে। সেই সঙ্গে ভোর থেকে সকাল পর্যন্ত কুয়াশা ঝরছে। সঙ্গে হিমেল বাতাস শীতের মাত্রাকে আরও বাড়িয়ে তুলছে। শীতের কারণে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ।

আজ রবিবার সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ১২.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা তোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, দিনাজপুর অঞ্চলে দিন দিন তাপমাত্রা কমছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। গতকালও তাপমাত্রা ছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ ভাগ, বাতাসের গড় গতিবেগ ছিল ঘণ্টায় দুই কিলোমিটার।

এদিকে দিন দিন শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ার কারণে গরম কাপড়ে আশ্রয় নিতে শুরু করেছে সাধারণ মানুষরা। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারপাশে। পড়তে শিশিরবিন্দু, বইছে হিমেল হাওয়া৷ বিভিন্ন হাটবাজারে গড়ে উঠছে হাতের পিঠাপুলির দোকান। আবহাওয়া পরিবর্তনের কারণে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ জেলার চার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেড়েছে রোগীর সংখ্যাও। মোটা জামাকাপড় পরার পাশাপাশি আগুন জ্বালিয়েও নিজেদের উষ্ণ রাখার চেষ্টা করছেন শীতার্ত মানুষগুলো। শীতে জবুথবু হয়েও কাক ডাকা ভোরে অনেক শ্রমজীবী মানুষেরা ঘর থেকে বের হয়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ।