স্টামফোর্ড সাংবাদিক ফোরামের মিলনমেলা
রাজধানীতে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের সাবেক ও বর্তমান সদস্যের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার রাত ৮টায় মগবাজারে একটি রেস্তোরাঁয় এই মিলন মেলা অনুষ্ঠিত হয়।
এ সময় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক ফোরামের সাবেক সদস্যরা বলেন, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরাম সৎ ও দক্ষ সাংবাদিক তৈরি করতে ভূমিকা রেখে চলেছে। আগামী দিনে এই ভূমিকাতে আরও জোরদার করতে হবে।একইসঙ্গে সংগঠনের মধ্যেও গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতে হবে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
স্টামফোর্ড সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও দেশ রূপান্তরের রিপোর্টার সানমুন আহমেদ, সাবেক সভাপতি ও নিউজ টোয়েন্টিফোরের রিপোর্টার হাসান ওয়ালী, সাবেক সভাপতি ও দৈনিক কালবেলার লিড মোজো আকরাম হোসেন, সাবেক সভাপতি ও শিক্ষানবিশ আইনজীবী রায়হান খান আকাশ, সাবেক সহ-সভাপতি ও এখন টিভির রিপোর্টার এসকে শাওন, চ্যানেল টোয়ান্টিফোরের মাজহারুল ইসলাম তামিম, এনটিভির মেসবাহ হাসান, নিউজ টোয়েন্টিফোরের মরিয়ম আজিজ মৌরিন। এছাড়া সাংবাদিক ফোরামের বর্তমান সদস্যরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?