ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, বাসে আগুন
গাজীপুরের কুনিয়া তারগাছ এলাকায় সড়ক দুর্ঘটনায় পোশাক কারখানার নিরাপত্তা কর্মীর মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে পোশাক বিক্ষুব্ধ শ্রমিকরা। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় গাজীপুরের তারগাছ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নিরাপত্তা কর্মী মুন্না (৫২) বাড়ি ঝিনাইদহ জেলার মহেশপুর থানা এলাকায়। তিনি তারগাছ এলাকার অনন্ত ক্যাজুয়াল ওয়্যার লিমিটেড এ নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
অনন্ত ক্যাজুয়াল ওয়্যার লিমিটেড ম্যানেজার (এডমিন) আবুল হোসেন বলেন, 'আজ সন্ধ্যায় ছুটি হবার পরে রাস্তা পারাপারের সময় দ্রুত গতিতে আসা আজমেরি পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।'
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
এই ঘটনায় অনন্ত ক্যাজুয়াল ওয়্যার লিমিটেডের বিক্ষুব্ধ শ্রমিকরা তারগাছ এলাকায় সড়ক অবরোধ করে আজমেরিসহ তিনটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এছাড়া একাধিক গাড়ি ভাঙচুর করে।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার শাহিন আলম বলেন, 'টঙ্গী ফায়ার সার্ভিসের ২টি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা ইট, পাটকেল নিক্ষেপ শুরু করে। আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল ত্যাগ করি। আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।'
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোশারফ হোসেন বলেন, 'বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে। আলোচনার মাধ্যমে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে নেওয়া হবে। আপাতত যান চলাচল বন্ধ রয়েছে।'