বনশ্রীতে যাত্রীবাহী বাস উল্টে পড়ল খালে
রাজধানীর বনশ্রীতে আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে গিয়ে খালে পড়ে গেছে। এ দুর্ঘটনায় তিনজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে বনশ্রীর মেরাদিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, ‘খাল থেকে বাসটি উদ্ধার করতে পুলিশ আমাদের খবর দেয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার কাজ পরিচালনা করছে।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দৌলত খান সংবাদমাধ্যমকে বলেন, সন্ধ্যা ৬টার দিকে আলিফ নামের একটি বাস উল্টে খালে পড়ে যায়। এতে তিনজন আহত হয়েছেন। তাদের উদ্ধার বরে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া গাড়িটি উদ্ধারের কাজ চলছে।