টানা হেরে টুর্নামেন্ট থেকে সাকিবের দলের বিদায়

স্পোর্টস ডেস্ক
৩০ নভেম্বর ২০২৪, ১৮:১৯
শেয়ার :
টানা হেরে টুর্নামেন্ট থেকে সাকিবের দলের বিদায়

বাংলাদেশ জাতীয় দল যখন ওয়েস্ট ইন্ডিজে ব্যস্ত, তখন আবুধাবি টি-টেন লিগে খেলেছেন সাকিব আল হাসান। ছিলেন বাংলা টাইগার্সের অধিনায়কের দায়িত্বে। তবে সাকিবের এই যাত্রাটা একদমই সুখকর হয়নি। টানা তিন ম্যাচ হেরে টুর্নামেন্টের গ্রুপপর্ব থেকেই ছিটকে গেল বাংলা টাইগার্স। 

আজ শনিবার গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে ইউপি নবাবসের কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলা টাইগার্স। তাতে টেবিলে ১০ দলের মধ্যে নয়ে থেকে টুর্নামেন্ট শেষ করলেন সাকিবরা। গ্রুপপর্বের ৭ ম্যাচ খেলে মাত্র ২ জয় পেয়েছে বাংলা টাইগার্স। 

ইউপি নবাবসের বিপক্ষে আজ বাঁচা-মরার ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভার শেষে মাত্র ৪ উইকেট হারিয়ে মাত্র ৮৭ রান তোলে বাংলা টাইগার্স। ওপেনিংয়ে নেমে মন্থর ব্যাটিং করেন দুই আফগান হজরতউল্লাহ জাজাই ও মোহাম্মদ শেহজাদ। জাজাই ২৩ বলে ২৪ আর শেহজাদ ১৭ বলে ২৩ রান করে আউট হন। শেষদিকে পাকিস্তানের ইফতিখার আহমেদ ১৫ বলে ২৭ রান করলে ৮৭ রানের পুঁজি পায় বাংলা টাইগার্স। এদিন অধিনায়ক সাকিব এক বল খেলার সুযোগ পেলেও রান করতে পারেননি।

ইউপির হয়ে বল হাতে দুর্ধর্ষ ছিলেন টাইমাল মিলস। ২ ওভারে মাত্র ৯ রান খরচায় ৩ উইকেট নেন এ ইংলিশ পেসার। শেষ পর্যন্ত ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তার হাতে। 

৮৮ রানের জবাব দিতে নেমে ইউপি সহজ জয় পায় আভিস্কার ফের্নান্দো (১৬ বলে ৩৬), আন্দ্রে ফ্লেচার (১৯ বলে ২৭) এবং নাজিবুল্লাহ জাদরানের (৫ বলে ১৯) রানের অপরাজিত ইনিংসে ভর করে। ২ ওভার বাকি থাকতেই জয় নিশ্চিত করে তারা। বল হাতে ২ ওভারে ১২ রান দিয়ে উইকেশূন্য থাকেন সাকিব।