ভারতীয় ১৪ মহিষ ও কোকেন জব্দ
কুষ্টিয়ার দৌলতপুর থেকে ১৪টি মহিষ ও ২৪০ গ্রাম কোকেন জব্দ করেছে বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়ন। এগুলো ভারত থেকে অবৈধপথে আনা হয়েছিল বলে জানিয়েছে বিজিবি। এ ঘটনায় কোনো চোরাকারবারিকে আটক করা হয়নি।
আজ শনিবার সকালে ৪৭ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
জব্দ হওয়া মহিষগুলোর বাজারমূল্য ২৮ লাখ ১০ হাজার টাকা এবং জব্দ হওয়া কোকেনের মূল্য ১২ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি জানানো হয়, গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ডিগ্রিরচর সীমান্ত এলাকা থেকে ৯টি ভারতীয় মহিষ উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একই এলাকা থেকে আরও পাঁচটি মহিষ উদ্ধার করা হয়। এছাড়া শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে দৌলতপুর উপজেলার আতারপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২৪০ গ্রাম ভারতীয় কোকেন উদ্ধার করা হয়। এই মাদকের বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা।
এ বিষয়ে দৌলতপুর থানায় একটি জিডি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।