বড়পুকুরিয়া খনিতে কয়লা উত্তোলন বন্ধ

ফুলবাড়ী প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২৪, ১৪:৩৪
শেয়ার :
বড়পুকুরিয়া খনিতে কয়লা উত্তোলন বন্ধ

দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লাখনির ১৪১৪ নম্বর ফেসের উত্তোলনযোগ্য কয়লা শেষ হওয়ায় নতুন ফেসে যন্ত্রপাতি স্থাপন করতে সাময়িক বন্ধ কয়লা উত্তোলন। আজ শনিবার চলতি শিফট শেষে কয়লা উত্তোলন বন্ধ হয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া কয়লাখনির মাইন অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) খান মো. জাফর সাদিক ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, খনির উৎপাদনশীল ১৪১৪ নম্বর ফেস থেকে চলতি বছরের ৩ আগস্ট থেকে কয়লা উত্তোলন শুরু হয়। ওই ফেস থেকে প্রায় ৪ লাখ ৬৪ হাজার মেট্রিক টন কয়লা উত্তোলন করা হয়। এই ফেসে মজুদ শেষ হয়ে যাওয়ায় নতুন ফেসে যন্ত্রপাতি স্থানান্তরের জন্য খনির কয়লা উৎপাদন বন্ধ হয়ে যায়। তবে যন্ত্রপাতি স্থানান্তরের জন্য এখন কিছু পার্সিয়াল প্রডাকশন হবে যা সামান্য।

কয়লাখনির মাইন অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) খান মো. জাফর সাদিক জানান, ১৩০৫ ফেসে নতুন করে ওপেন আব কাট নির্মাণ, ১৪১৪ ফেস থেকে সব যন্ত্রপাতি স্যালভেজ ও যথাযথ মেইন্টেন্যান্স করে ১৩০৫ ফেসে স্থাপন করে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে নতুন ফেস থেকে আবারও উৎপাদন চালু করা সম্ভব হবে। ধারণা করা হচ্ছে, ১৩০৫ নতুন ফেস থেকে প্রায় ৩ লাখ ৬০ হাজার মেট্রিক টন কয়লা পাওয়া যাবে।

বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বকর সিদ্দিক জানান, বর্তমানে প্রায় সাড়ে তিন লাখ টন কয়লা মজুত রয়েছে, যা দিয়ে চার মাস তাপবিদ্যুৎকেন্দ্র সচল রাখা সম্ভব। 

তিনি আরও জানান, বর্তমানে তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩নং ইউনিটটি সচল রয়েছে, যা থেকে ১৬৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। যান্ত্রিক ত্রুটির কারণে ১ ও ২নং ইউনিটটি বন্ধ রয়েছে। তবে ১নং ইউনিটটি ১০ দিনের মধ্যে মেরামত সম্পন্ন করে চালু করা সম্ভব হবে।