সাবেক মন্ত্রী দুলুর আগমন উপলক্ষে বিএনপির আলোচনা সভা
সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর আগমন ও ৬ ডিসেম্বর সিংড়ায় বিএনপির জনসভা সফল করার লক্ষে আলোচনা সভা হয়েছে।
গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টায় নাটোরের সিংড়া দমদমা পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে এ আলোচনা সভার আয়োজন করে স্থানীয় ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড বিএনপি।
সভায় সভাপতিত্ব করেন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সোবাহান। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম, প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট আলী আজগর খাঁন, বিশেষ বক্তা ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও মুক্তিযোদ্ধা প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ইউসুফ আলী।
এছাড়া আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সাখাওয়াত হোসেন, ডাহিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শারফুল ইসলাম বুলবুল, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক ভিপি শামীম হোসেন, সাবেক ইটালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলার রহমান বাচ্চু, সাবেক কাউন্সিলর মহিদুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক ও সাবেক পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম।