অভ্যুত্থানে নিহত-আহতদের সহায়তা /
ঢাকায় বিনা পারিশ্রমিকে গাইতে আসছেন রাহাত ফাতেহ আলী
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সহায়তায় আয়োজিত একটি চ্যারিটি কনসার্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ কনসার্টে অংশ নিতে বাংলাদেশে আসছেন জনপ্রিয় পাকিস্তানি সঙ্গীতশিল্পী রাহাত ফাতেহ আলী খান। এখানে সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে গান করবেন পাকিস্তানের এ জনপ্রিয় এ শিল্পী।
আগামী ২১ ডিসেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই কনসার্ট। ‘ইকোস অব রেজ্যুলেশন’ শিরোনামে একটি চ্যারিটি কনসার্টের আয়োজন করবে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন স্পিরিটস অব জুলাই।
গতকাল শুক্রবার বিকেলে মধুর ক্যান্টিনে আযোজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজকরা।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
কনসার্ট থেকে আয়কৃত অর্থ শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনে দান করা হবে। কনসার্টে পাকিস্তানের জনপ্রিয় শিল্পী রাহাত ফাতেহ আলী খানের পাশাপাশি দেশি-বিদেশি কয়েকটি জনপ্রিয় ব্যান্ড দলও গান পরিবেশন করবেন বলে জানা গেছে।
এদিকে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে তিন ক্যাটাগরিতে কনসার্টের টিকেট বিক্রির কার্যক্রম শুরু হবে। তবে এখনও টিকিটের মূল্য নির্ধারণ করা হয়নি।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট