শিল্পীদের ভবিষ্যৎ সুরক্ষিত করব
আজ সৈয়দপুর যাচ্ছেন বেবী নাজনীন
দীর্ঘ প্রবাস জীবন শেষে গত ১০ নভেম্বর যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফেরেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন। দেশে ফিরেই তুমুল ব্যস্ততায় কাটছে তার দিন। আজ জন্মস্থান সৈয়দপুর যাচ্ছেন ব্ল্যাক ডায়মণ্ডখ্যাত এ গায়িকা। বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে সারাদেশে শহীদ ছাত্র-জনতার রুহের মাগফিরাত কামনা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সৈয়দপুর জেলা বিএনপি আয়োজিত বিশেষ দোয়া-মাহফিলে যোগ দিতে সৈয়দপুর যাচ্ছেন বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা বেবী নাজনীন। এ কর্মসূচিতে অংশ নেওয়ার আগে বেবী নাজনীন বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে শহীদ সাজ্জাদ হোসেনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন। পরে সৈয়দপুরের কিশোরগঞ্জ উপজেলা বিএনপির বেশ কয়েকটি কর্মসূচিতে যোগ দেবেন। জানা যায়, দিনব্যাপী রাজনৈতিক কর্মসূচি শেষে এদিন সন্ধায় ঢাকা ফিরবেন।
বেবী নাজনীন জানান, ‘দেশে ফিরেই রাজনৈতিক ব্যস্ততার পাশাপাশি নিজের মৌলিক গান নিয়ে পরিকল্পনা করছি। বেশ কিছু গান অপ্রকাশিত ছিল। সেই গানগুলোর কাজ শেষ করব। যেগুলো ধারাবাহিকভাবে প্রকাশ হবে। স্টেজ শোর ব্যস্ততা বেড়েছে। আগামী কয়েক মাস সারাদেশের বিভিন্ন জেলায় স্টেজ প্রোগ্রাম করব।’ রাজনীতি প্রসঙ্গে এ তারকা বলেন, ‘দেশের জন্য এখনকার বাস্তবতায় যেভাবে পথ চলা উচিত, আমি সেই পথেই হাঁটছি। বিএনপির সঙ্গেই বেড়ে উঠেছি। ভালো কাজগুলো এখন বেশি করে করছি। আমি মনে করি, একদিন সাংস্কৃতিক অঙ্গনটা খুবই শক্তিশালী হবে। আমার যদি সৌভাগ্য হয় সাজানোর, তাহলে আমি ঢেলেই সাজাব। ঐতিহ্যকে তুলে নিয়ে আসব। দেশের পরিচয়কে তুলে নিয়ে আসব। দেশের আইডেন্টিটিকে তুলে নিয়ে আসব। শিল্পীদের মেধার মূল্যায়ন করে, যোগ্যতা অনুযায়ী অবস্থান নির্ধারণ করব। শিল্পীদের ভবিষ্যৎ সুরক্ষিত করব। তারা যেন এ দেশকে বিশ্বের কাছে তুলে ধরতে পারেন। সেই শক্তিটুকু দিয়ে তাদের তৈরি করব। এটা খুবই জরুরি এবং দেশের সাংস্কৃতিক প্ল্যাটফরমটাকে ক্রেডিবল, হেলদি এবং পারমানেন্ট করা দরকার।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
বিএনপির রাজনীতিতে সম্পৃক্ততার কারণে গত ১৬ বছর বেবী নাজনীন নানাভাবে প্রতিহিংসার শিকার হন। বন্ধ হয়ে যায় তার পেশাগত কাজকর্ম। অহেতুক আটকসহ নানা হেনস্তার মুখে প্রায় ৮ বছর আগে দেশ ছাড়তেই বাধ্য হন তিনি। গত ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর দেশে ফেরেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ সংগীত তারকা।
আরও পড়ুন:
ফের জুটি হলেন মম-শ্যামল