পতিত স্বৈরাচার সুযোগ পেলে কাউকে ছাড়বে না: নজরুল ইসলাম খান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘পতিত স্বৈরাচার আওয়ামী লীগ আরেকবার সুযোগ পেলে কাউকে ছাড়বে না। তাই সতর্ক থাকতে হবে। সজাগ থাকতে হবে।’
আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে খেলাফত আন্দোলনের এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, ‘সুযোগ পেলে পতিত স্বৈরাচার সবাইকে শেষ করে দিবে। তাই সবাই ঐক্যবদ্ধ হয়ে তাদের মোকাবিলা করতে হবে, যেন তারা আবার নির্যাতন, লুটপাটের সুযোগ না পায়।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
বর্তমান পরিস্থিতি ঐক্যবদ্ধভাবে মোকাবিলার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘সবাই ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। ষড়যন্ত্র যেন সফল হতে না পারে, সে জন্য ঐক্যবদ্ধের বিকল্প নাই।’
রাজপথের বিভিন্ন আন্দোলন নিয়ে তিনি বলেন, ‘রাজপথে যে আন্দোলন হচ্ছে তাতে বলা যায় আন্দোলনকারীদের দাবি ন্যায্য। কিন্তু তাদের আন্দোলনের ধরন সন্দেহজনক। শেখ হাসিনার পতনের পরে নতুন নতুন আন্দোলন হচ্ছে। ১৬ বছরে কেউ এসব দাবি তোলেননি। এখন তারা ভারতের সরকারের কাছে দাবি তোলে।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
তিনি ভারতীয় কর্তৃপক্ষের সমালোচনা করে বলেন, ‘জুলাই বিপ্লবে এত মানুষ মারা গেলো, ভারতের কোনো বিবৃতি নেই। চট্টগ্রামে আইনজীবীকে হত্যা করা হলো, ভারতের কোনো প্রতিক্রিয়া নেই। কিন্তু ইসকনের বহিষ্কৃত নেতার জন্য তারা ঠিকই বিবৃতি দেয়।’
এ সময় অন্তর্বর্তী সরকারকে দ্রুততম সময়ে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ‘রাষ্ট্র পরিচালনা কোনো টেকনিক্যাল কাজ নয়, রাজনৈতিক কাজ।’