৬০ বলের টুর্নামেন্টে সাকিবের ‘টেস্ট ইনিংস’

স্পোর্টস ডেস্ক
২৮ নভেম্বর ২০২৪, ১৯:৪৭
শেয়ার :
৬০ বলের টুর্নামেন্টে সাকিবের ‘টেস্ট ইনিংস’

জাতীয় দল থেকে দূরে থাকা বাংলাদেশ তারকা সাকিব আল হাসান এখন খেলছেন ১০ ওভার বা ৬০ বলের টুর্নামেন্ট আবুধাবি টি-টেন লিগে। বাংলা টাইগার্সের হয়ে টুর্নামেন্টে নিজেদের ষষ্ঠ ম্যাচে টেস্ট মেজাজে ব্যাটিং করেছেন এই অলরাউন্ডার। ২২ বল খেলে মাত্র ১৫ রান করে অপরাজিত ছিলেন তিনি। তাতে তার দলও হেরেছে বাজেভাবে। 

প্রথমে ব্যাট করে নির্ধারিত ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৭২ রান করে সাকিবের দল। জবাব দিতে নেমে মাত্র ৫ ওভার ১ বল খেলে ১ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় প্রতিপক্ষ ডেকান গ্লাডিয়েটর্স। 

সাকিব এদিন ছয় নম্বরে ব্যাট করতে নামেন। যদিও দল তখন খেলেছে মাত্র ২.২ ওভার, রান ২৩। তখন ৪টি উইকেট গেলেও খেলাটি ৬০ বলের, তাই সাকিবের মন্থর ব্যাটিং নিয়ে জেগেছে বিস্ময়। ২২টি বল খেললেও ছক্কা তো দূরের কথা এটি চারও আদায় করতে পারেননি এই ক্রিকেটার। ইনিংসে সাকিবের স্ট্রাইক রেট ছিল ৬৮.১৮। শেষ পর্যন্ত এই ধীরগতির ইনিংসের মাশুল গুনেই ৭২ রানের বেশি করতে পারেনি বাংলা টাইগার্স। 

চলমান টি-টেনে একটু নিচের দিকেই ব্যাট করছেন সাকিব। এর আগে খেলা দুই ম্যাচে সাকিব একটিতে করেছেন ১২ বলে ১৯ রান, আরেকটিতে ১৯ বলে অপরাজিত ২৯। টি-টেন বিবেচনায় এগুলোও অবশ্য যুতসই ইনিংস নয়। 

টি-টেনে সাকিবের দলের অবস্থাও খুব একটা ভালো নয়। এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে মাত্র ২ ম্যাচে জিতেছে তারা। দশ দলের এই টুর্নামেন্টে পয়েন্ট টেবিলের আটে আছে দলটি। আজ মাত্র ১ বল করেন সাকিব। তার সেই বলে জয়সূচক ছক্কা হাঁকান নিকোলাস পুরান।