নির্যাতনের মধ্যেও অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা ইমরানের দলের

আন্তর্জাতিক ডেস্ক
২৭ নভেম্বর ২০২৪, ১৯:২২
শেয়ার :
নির্যাতনের মধ্যেও অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা ইমরানের দলের

নির্যাতন ও গ্রেপ্তারের মধ্যেও ইসলামাবাদে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী, কারাবন্দী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। আজ বুধবার এক সংবাদ সম্মেলনে দলের পক্ষে এ ঘোষণা দেন খাইবার পাখতানখোয়ার মুখ্যমন্ত্রী আলি আমিন গান্দাপুর। 

পাকিস্তানি সংবাদমাধ্যম জিওটিভির খবরে বলা হয়, আলি আমিন গান্দাপুর বলেছেন, ‘পিটিআই-এর প্রতিবাদ চলবে এবং শুধুমাত্র দলের প্রতিষ্ঠাতা ইমরান খান তা বন্ধ ঘোষণা করতে পারবেন।’  

পিটিআই-এর এ নেতা বলেন, তাদের দল মারাত্মক নির্যাতনের শিকার হচ্ছে। দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে ভিত্তিহীন মামলা করা হচ্ছে।  

আলি আমিন গান্দাপুর বলেন, ‘আমাদের দল জবরদস্তির মুখোমুখি হচ্ছে। আমাদের নেতা কারাগারে এমনকি তার স্ত্রীও (বুশরা বিবি) কারাবন্দী ছিলেন।’ তিনি বলেন, পিটিআই একটি শান্তিপূর্ণ দল এবং তাদের নেতাকর্মীরা সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল। 

গতকাল মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পাকিস্তানি সরকারি বাহিনীর অভিযানের পর আজ সকালে ‘সাময়িকভাবে’ পিটিআই তাদের ‘মরণ-বাঁচন’ কর্মসূচি স্থগিত করেছিল। এ সিদ্ধান্তে হতাশ হন পিটিআই নেতাকর্মীরা।

এদিকে, পিটিআই-এর আন্দোলনের প্রতিক্রিয়ায় পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেছেন, ‘তাদের ভাগ্যে কি নির্মম ব্যর্থতা রয়েছে! এটি ফাইনাল কল নয়, মিসডকল।’ 

পিটিআই দাবি করছে, গতকাল আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তাদের আটজন নেতাকর্মী মারা গেছে। আর সরকার বলছে, দুই পুলিশ ও তিন রক্ষী মারা গেছে।