সরাইলে নারীসহ ৪ জনের মৃতদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একইদিনে ৪ ব্যক্তির লাশ উদ্ধার করেছে সরাইল থানা পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সরাইল উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নারীসহ ৪ ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
তারা হলেন, সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের ধামাউড়া গ্রামের বজলুর রহমানের ছেলে মতর আলী (৭৭) ও একই গ্রামের আহাদ আলীর স্ত্রী জোহেরা খাতুন (৭৬), কালীকচ্ছ ইউনিয়নের নন্দিপাড়া গ্রামের মরহুম রঞ্জিত শুক্ল দাসের ছেলে অজয় শুক্ল দাস (৪২) ও শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামের মিলন মিয়ার স্ত্রী সুফিয়া বেগম।
দুজনের স্বজনরা জানান, পূর্ব শত্রুতার জের ধরে গত সাতদিন আগে তাদের প্রতিবেশীদের সঙ্গে মারামারি হয়। এই মারামারিতে আহত হয়েছিলেন কিন্তু কোন হাসপাতালে যেয়ে চিকিৎসা নেননি।
সরাইল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল হাসান বলেন, বিভিন্ন ইউনিয়ন থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।