পঞ্চগড়ে বাড়ছে শীতের প্রকোপ

পঞ্চগড় প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২৪, ১২:৫৮
শেয়ার :
পঞ্চগড়ে বাড়ছে শীতের প্রকোপ

দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। গত কয়েক দিন ধরে সন্ধ্যার পর থেকে পরদিন সকাল পর্যন্ত শীত বেশি অনুভূত হচ্ছে। তাপমাত্রা কমে আসায় বাড়ছে শীতের প্রকোপ। এদিকে নদী ও সমতলের চা শিল্প এলাকা হওয়ায় এ উপজেলায় শীত একটু বেশি হয়। বিশেষ করে হিমালয়-কাঞ্চনজঙ্ঘা পর্বতের নিকটবর্তী হওয়ায় এ জেলাসহ তেঁতুলিয়া উপজেলায় শীতের তীব্রতা বেশি বিরাজ করছে।

আজ বুধবার সকাল ৯টায় জেলার প্রথম শ্রেণির আবহাওয়া অফিস ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ বর্মন জানান, গত এক সপ্তাহ ধরে পঞ্চগড়ে তাপমাত্রা ১৩ থেকে ১৭ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। তাপমাত্রা আরও কমবে। তাপমাত্রা কমতে থাকলে শীতের প্রকোপ আরও বাড়বে। 

তিনি আরও জানান,তাপমাত্রা ১০ ডিগ্রীর নিচে নামলে শৈতপ্রবাহ শুরু হবে। এগিকে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত কুয়াশা পড়ছে। সকালে এ জেলার খেটে খাওয়া শ্রমজীবি মানুষদের কাজে বেরিয়ে কিছুটা দুর্ভোগে পড়তে হচ্ছে ।এ ছাড়া বেড়েছে শীতজনিত বিভিন্ন রোগব্যাধি। প্রায় ঘরে শিশু ও বয়বৃদ্ধরা শীতজনিত কারণে সর্দি,কাশি,নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল সহ উপজেলা পর্যায়ের স্বাস্থ্য কেন্দ্র গুলোতে চিকিৎসা সেবা নিচ্ছেন।