টঙ্গীতে পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষ, আহত ১০

টঙ্গী প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২৪, ১১:৫৮
শেয়ার :
টঙ্গীতে পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষ, আহত ১০

টঙ্গীর এরশাদ নগর এলাকায় পূর্ব শত্রুতার জেরে বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। আহতেদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

এলাকা সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে টঙ্গী পূর্ব থানাধীন এরশাদ নগর এলাকায় বিএনপি নেতা কামরুল ইসলাম কামু এবং লিপু মোল্লার মধ্যে পূর্ব শত্রুতার জেরে কামরুলম ইসলাম কামুর লোকজন এরশাদ নগরের ৩ নং ব্লকের যুবদল নেতা মনজুরুল ইসলামের বাড়িতে হামলা চালায় এবং বাড়িতে থাকা মালামাল ভাংচুর করে। হামলা ও ভাংচুরের সংবাদ পেয়ে হামলাকারীদের প্রতিহত করতে লিপু মোল্লা তার লোকজন নিয়ে ঘটনাস্থলে এসে হামলাকারীদের ধাওয়া দেয়। এতে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। ধাওয়া, পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণে উভয় পক্ষের দশ জন আহত হয়। এ সময় এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

খবর পেয়ে পুলিশের একাধিক টিম এবং যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

এদিকে এলাকার লোকজন ও স্বজনরা আহতদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা জন্য নিয়ে আসেন। হাসপাতালে আহত তিনজন হলেন হৃদয়, নাজমুল হাওলাদার এবং মকবুল হোসেন। তাৎক্ষণিকভাবে বাকিদের নাম এবং পরিচয় জানা যায়নি।

আহতদের মধ্যে হৃদয়ের অবস্থা গুরতর থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় বিএনপি নেতা কামরুল ইসলাম কামু এবং লিপু মোল্লা একে অপরকে দোষারোপ করেন।

এই বিষয়ে জানতে চাইলে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কায়সার আহমেদ আমাদের সময়কে বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবেলা করতে পুলিশ প্রস্তুত রয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে।