আইনজীবী সাইফুলের জানাজার সময় জানালেন সারজিস

অনলাইন ডেস্ক
২৭ নভেম্বর ২০২৪, ১০:৫৫
শেয়ার :
আইনজীবী সাইফুলের জানাজার সময় জানালেন সারজিস

চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে হত্যাকাণ্ডের শিকার আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজা আজ বুধবার অনুষ্ঠিত হবে। এদিন বেলা ১১টায় চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ জামে মসজিদে এ জানাজা সম্পন্ন হবে। 

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বিষয়টি নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে জানিয়েছেন।

পোস্টে তিনি লিখেছেন, ‘ইসকনের উগ্রবাদীদের হাতে শহীদ হওয়া আমাদের সহযোদ্ধা সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের জানাজা বেলা ১১টায় চট্টগ্রামের জামিয়াতুল ফালাহ জামে মসজিদে অনুষ্ঠিত হবে। দেখা হবে ইনশাআল্লাহ। ইনকিলাব, জিন্দাবাদ।’

এর আগে গতকাল মঙ্গলবার রাতে ফেসবুকে আরেকটি পোস্ট দেন সারজিস। তিনি লেখেন, ধর্মকে টুল হিসেবে ব্যবহার করে কোনো ব্যক্তি, সন্ত্রাসী গোষ্ঠী বা সন্ত্রাসী সংগঠন যদি সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করে তবে সেসব সন্ত্রাসীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

 চট্টগ্রাম আদলতের আইনজীবী হত্যা প্রসঙ্গে এই সমন্বয়ক লেখেন, যেই জড়িত থাকুক না কেন, খুনের সর্বোচ্চ শাস্তি চাই। ষড়যন্ত্রকারীদের বিন্দুমাত্র ছাড় নয়। বেশি ছাড় পেলে মাথায় উঠে নাচবে। উগ্রপন্থীর বিচার তার ধর্ম দেখে হয় না, উগ্রপন্থীতা দেখে হবে।

এর আগে দুপুরে সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশকে কারাগারে পাঠানোর সময় তার অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় সরকার পক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করা হয়।