ঢামেকে কারাবন্দীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
২৬ নভেম্বর ২০২৪, ২১:৪৩
শেয়ার :
ঢামেকে কারাবন্দীর মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে কারাবন্দী ওয়াদুদ (৭০) নামে এক কয়েদি মারা গেছেন। আজ মঙ্গলবার বেলা ৩টা ১০ মিনিটে তিনি মারা যান।

নিহত ওয়াদুদ ঢামেকের মেডিসিন বিভাগের ৫০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছিলেন। তবে তিনি কোন মামলার কারাবন্দী ছিলেন তা জানা যায়নি।  

কারা সূত্র জানায়, তাকে অসুস্থ অবস্থায় আজ দুপুর পৌনে ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির পরিদর্শক মো. ফারুক।

তিনি জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ওয়াদুদ কি মামলায় বন্দি ছিলেন তাৎক্ষণিক জানা যায়নি।