ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির অনুমোদন, জায়গা পেলেন যারা

নিজস্ব প্রতিবেদক
২৬ নভেম্বর ২০২৪, ২০:৪৪
শেয়ার :
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির অনুমোদন, জায়গা পেলেন যারা

আমিনুল হককে আহ্বায়ক ও মো. মোস্তফা জামানকে সদস্যসচিব করে ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে। আজ মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বায়ক কমিটি অনুমোদনের তথ্য জানানো হয়।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বাক কমিটি যুগ্ম আহ্বায়ক হিসেবে জায়গা পেয়েছেন মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এ বি এম এ রাজ্জাক (দপ্তরের দায়িত্ব পালন করবেন), মো. আক্তার হোসেন, মো. আতাউর রহমান চেয়ারম্যান, মো. গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মো. তুহিরুল ইসলাম তুহিন, মো. এম কফিল উদ্দিন, মো. আফাজ উদ্দিন, হাজী মো. ইউসুফ, মো. শাহ আলম ও মো. মাহাবুবুল আলম মন্টু।

এ কমিটির সদস্য হিসেবে জায়গা পেয়েছেন মো. আনোয়ারুজ্জামান আনোয়ার, মো. এজিএম শামসুল হক, মো. আলী আকবর আলী, মো. এল রহমান, মো. মোজাম্মেল হোসেন সেলিম, মো. জাহাঙ্গীর মোল্লা, মো. শফিকুল ইসলাম শাহিন, মো. রেজাউর রহমান ফাহিম, অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম, ডা. এ কে এম কবির আহমেদ, মো. হুমায়ুন কবির রওশন, মো. জিয়াউর রহমান জিয়া, মো. আবুল হোসেন আব্দুল।

সদস্য হিসেবে আরও জায়গা পেয়েছেন মো. আশরাফুজাহান জাহান, মো. হাফিজুল হাসান শুভ্র, মো. শামীম পারভেজ, মো. সালাম সরকার, মো. মনিরুল আলম রাহিমী, মো. আবুল কালাম আজাদ, মো. মাহাবুবুল হক ভূঁইয়া শাহিন, মো. সাজ্জাদ হোসেন মোল্লা, মো. ফারুক হোসেন ভূঁইয়া, মো. নাসির উদ্দিন, মো. আলী, মো. নুরুল হুদা ভূঁইয়া নুরু, মো. মোতালেব হোসেন রতন, মো. রফিকুল ইসলাম খান, মো. এ এস এম খালেদ সদস্য, মো. আহমেদ আলী, মো. ইব্রাহিম খলিল সদস্য (সহ-দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করবেন), মো. সোহেল রানা, মো. মাহাবুবুর রহমান, মো. হান্নানুর রহমান ভূঁইয়া, মো. জাহেদ পারভেজ চৌধুরী ও তাসলিমা রিতা। 

উল্লেখ্য, এর আগে গত ৪ নভেম্বর আমিনুল হককে আহ্বায়ক ও মোস্তফা জামানকে সদস্যসচিব করে ঢাকা উত্তর বিএনপির আংশিক কমিটি ঘোষণা করা হয়।  সেদিন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

তখন আরও চারজনকে যুগ্ম আহ্বায়ক করা হয়, তারা হলেন মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর, ফেরদৌসী আহমেদ মিষ্টি ও আব্দুর রাজ্জাক। এদের মধ্যে আব্দুর রাজ্জাককে কমিটির দপ্তরের দায়িত্ব দেওয়া হয়।