যৌথবাহিনীর অভিযানে হামলা, এসিল্যান্ডসহ আহত ১০

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
২৬ নভেম্বর ২০২৪, ১৯:১২
শেয়ার :
যৌথবাহিনীর অভিযানে হামলা, এসিল্যান্ডসহ আহত ১০

গাজীপুরের শ্রীপুরে বন বিভাগের দখল করা জমি উদ্ধারে যৌথবাহিনীর অভিযানে হামলা ও ভাঙচুরের চালিয়েছে দখলকারীরা। এ ঘটনায় এসিল্যান্ডসহ ১০ জন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার সকালে যৌথবাহিনী উপজেলার রাজেন্দ্রপুরে রেঞ্জের অধিন কাফিলাতলী গ্রাম ও ইজ্জতপুর বাজারে অভিযান চালায়।

অভিযানে শতাধিক ব্যক্তির অবৈধ দখল থেকে ২০ কোটি টাকা মূল্যের সাড়ে ৭ একর বনভূমি উদ্ধার করা হয়। অভিযান শেষে ফেরার পথে দখলকারীরা যৌথবাহিনীর ওপর হামলা চালায়।

হামলায় উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) গাড়ি সহ তিনটি গাড়ি, দুইটি এক্সকে ভেটর ভাঙচুর করে। হামলাকারীদের ইটের আঘাতে শ্রীপুরের সহকারী কমিশনার (ভূমি)আতাহার শাকিল, ইউএনউর গাড়িচালক আব্দুল হানিফ, স্টাফ আশিকুর রহমান,রাজেন্দ্রপুর রেঞ্জ কর্মকর্তার গাড়িচালক লিটন, ভেকু চালক রাসেল, হাকিমুল্লাহসহ ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় দুই হামলাকারীকে আটক করেছে আইনশৃংখলা বাহীনি।

উপজেলা নির্বাহী অফিসার ব্যারিস্টার সজিব আহমেদ বলেন,‘আজ সকাল দশটা থেকে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ, আনসার, বনকর্মীদের যৌথবাহিনীর সমন্বয়ে উপজেলার কাফিলাতলী গ্রামে এবং ইজ্জতপুর বাজারে অভিযান চালানো হয়। অভিযানে সাড়ে ৭ একর ভনভূমি উদ্ধার করা হয়। উচ্ছেদ করা হয় শতাধিক অবৈধ স্থাপনা।’

তিনি আরও বলেন, ‘অভিযান শেষে সাবাই চলে যাচ্ছিলেন। সেনাবাহিনী চলে গেছে। আমরা ও চলে আসছিলাম। এ সময় পেছন থেকে অর্ধ শতাধিক হামলাকারী দা, লাঠি নিয়ে হামলা চালায়। হামলাকারীরা তিনটি গাড়ি, ২টি এক্সকে ভেটর ভাঙচুর করে। ইটের আঘাতে এসিল্যান্ড আতাহার শাকিল, আমার ষ্টাফ, এক্সকে ভেটরের দুই চালকসহ ১০ জন আহত হয়। ঘটনাস্থল থেকে দুই হামলাকারীকে আটক করা হয়েছে। অন্যদের ধরতে মাঠে নেমেছে আইনশৃংখলা বাহিনী। অভিযুক্তদের বিরুদ্ধে সবধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ 

জানা যায়, উপজেলার ৪৯ নম্বর কাফিলতলী মৌজার সিএস ২১ দাগ এবং আরএস ২০২ দাগের বনবিভাগের জমি দীর্ঘ দিন ধরে দখল হয়ে আসছে। গত ৫ আগষ্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর শ্রীপুরে ব্যাপকহারে বনের জমি দখল করা হয়। বনকর্মীরা বাধা দিতে গিয়ে হামলার শিকার হন। এর ব্যতিক্রম ছিল না কাফিলাতলী মৌজায়। এ সময় ওই মৌজায় বন বিভাগের বাধা উপেক্ষা করে শতাধিক অবৈধ স্থাপনা নির্মিত হয়।বাধা দিতে গিয়ে হামলার শিকার হন বনকর্মীরা।

ঢাকা বিভাগের সহকারী বন সংরক্ষক সামসুল আরেফিন জানান, বন আইনের ৬৬ ধারায় কাফিলাতলী গ্রাম এবং ইজ্জতপুর বাজারে যৌথবাহিনীর অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রায় ২০ কোটি টাকার সাড়ে ৭ একর বনভূমি উদ্ধার করা হয়। অভিযান শেষে ফেরার পথে বন দখলকারীরা পেছন থেকে হামলা চালায়। বনভূমি দখলকারীদের ছাড় দেওয়া হবে না। যারা হামলা করেছে তাদের আইনের আওায় আনা হবে। অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা নির্বাহী অফিসার ব্যারিস্টার সজিব আহমেদের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের সহকারী বন সংরক্ষক মো. সামসুল আরেফীন, সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল, রাজেন্দ্রপুরের রেঞ্জকর্মকর্তা জুয়েল রানা, মো. মোখলেছুর রহমান, শ্রীপুর থানার পরিদর্শক অপারেশন নয়ন করসহ যৌথবাহিনীর সদস্যরা।