পাকিস্তানে সংঘাত নিয়ে যে বার্তা দিল যুক্তরাষ্ট্র
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে দেশটির রাজধানী ইসলামাবাদে চলছে সংঘর্ষ। পিটিআই সমর্থক ও পুলিশের সংঘর্ষে এখন পর্যন্ত ৮ জন মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও অনেকে। এমন অবস্থায় সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। আজ মঙ্গলবার নিয়মিত ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার এই আহ্বান জানান।
ম্যাথু বলেন, ‘আমরা পাকিস্তানি কর্তৃপক্ষকে আহ্বান জানাই, তারা যেন মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার ব্যাপারে শ্রদ্ধাশীল থাকেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখেন।’
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
এ ছাড়া আন্দোলকারীদের শান্তিপূর্ণ অবস্থানের আহ্বানও জানান তারা। তারা বলেন, আন্দোলকারীদের সহিংসতা থেকে বিরত থাকতে হবে এবং শান্তিপূর্ণ অবস্থানে থাকতে হবে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
গতকাল সোমবার থেকেই ইমরান খানের মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে পিটিআইয়ের ডাকা বিক্ষোভে উত্তাল হয়ে উঠে ইসলামাবাদ। সব বাধা উপেক্ষা করে ইসলামাবাদের উপকণ্ঠে পৌঁছে যায় পিটিআই নেতা-কর্মীদের গাড়িবহর। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দফায় দফায় তাদের সংঘর্ষ হয়। বিক্ষোভ ঠেকাতে গ্রেপ্তার করা হয়েছে পিটিআইয়ের পাঁচ পার্লামেন্ট সদস্যসহ প্রায় চার হাজারজনকে। এখন পর্যন্ত ৫ জন সেনা ও তিনজন পিটিআই কর্মীর মৃত্যুর খবর জানা গেছে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস