ফ্যাসিস্ট সরকারের লুটের টাকা গুজব ছড়াতে ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে

অনলাইন ডেস্ক
২৬ নভেম্বর ২০২৪, ১৫:৫৩
শেয়ার :
ফ্যাসিস্ট সরকারের লুটের টাকা গুজব ছড়াতে ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে

বিগত ফ্যাসিস্ট সরকার দেশের যে টাকা লুট করেছে, তা গুজব ছড়াতে ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

গতকাল সোমবার কয়েকটি কলেজের ছাত্রদের সংঘর্ষে হতাহত নিয়ে প্রশ্ন করা হলে  তথ্য উপদেষ্টা বলেন, ‘ফেসবুক অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন, গতকাল সোহরাওয়ার্দী কলেজের ছাত্ররা নিহত হয়েছে বলে বিগত সরকারের দলীয় কর্মীরা ব্যাপকভাবে প্রচার করেছেন। মূলত তারা যে কোনোভাবে একটা অস্থিরতা তৈরি করতে চায়, উত্তেজনা তৈরি করতে চায়। ’

তিনি বলেন, ‘সেই ষড়যন্ত্র প্রতিদিনই সরকারের বিরুদ্ধে আছে। বিগত ফ্যাসিস্ট সরকার যে টাকা লুটপাট করেছে, সে টাকা এখন ব্যাপকভাবে ব্যবহার করছে দেশে এবং দেশের বাইরে এই সরকারের বিরুদ্ধে নানা ধরনের গুজব ছাড়ানোর জন্য। সেই জায়গায় সাংবাদিকতা ও গণমাধ্যমের ভূমিকা অনেক বেশি। তারা যদি দায়িত্বশীল ভূমিকা নিতে পারে তাহলে বাংলাদেশের জনগণ মনে রাখবে। ’

নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের এই পরিবর্তনের সময়ে সরকারের পাশাপাশি গণমাধ্যম একটা বড় জায়গা। ষড়যন্ত্র আছে, সেই ষড়যন্ত্র আমরা উড়িয়ে দিতে চাই না। আমরা আমাদের যে দায়িত্ব ও করণীয় সেটা করছি। আমরা আপনাদের সমালোচনা নিচ্ছি ও সবার সহযোগিতা কামনা করছি।’