বাবার সঙ্গে অভিমান করে ছেলের আত্মহত্যা

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
২৬ নভেম্বর ২০২৪, ১৫:৪২
শেয়ার :
বাবার সঙ্গে অভিমান করে ছেলের আত্মহত্যা

গাজীপুরের কাপাসিয়ায় বিদেশ যাওয়ার টাকা চাওয়া নিয়ে বাবার সাথে অভিমান করে ছেলের আত্মহত্যার খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের পাঁচুয়া এলাকার ঝাল বাড়িতে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, বাবা মানিক মিয়ার কাছে ছেলে রহিম (২১) বিদেশ যাওয়ার জন্য ৪ লাখ টাকা দাবি করলে বাবা টাকা দিতে অসম্মতি জানান। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। ছেলের বিদেশ যাওয়া নিয়ে পরিবারের সঙ্গে বেশ কয়েকদিন ধরে বিরোধ চলছি। গতকাল সোমবার দিবাগত রাতের কোনো এক সময় ঘরের ধরনার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে রহিম আত্মহত্যা করেছে বলে স্থানীয় ইউপি সদস্য আরব আলী জানায়।

নিহত রহিম পেশায় একজন রাজমিস্ত্রী। তিনি একই এলাকায় সুমাইয়া (১৯) কে বিয়ে করে আড়াই বছর ধরে সংসার করে আসছিলেন।

স্থানীয়রা জানান, নিহত রহিমের স্ত্রী সুমাইয়া সারাদিনের কাজ শেষে প্রতিদিনের মতো স্বামী রহিমের সঙ্গে রাতে ঘুমিয়ে পড়ে। রাতের কোন সময়টায় সুমাইয়ার স্বামী রহিম আত্মহত্যা করেছেন, তা তিনি বলতে পারছেন না। স্বামীকে পাশে না পেয়ে ঘুম ভেঙে যায় সুমাইয়ার। পরে খুঁজাখুঁজি করে হঠাৎ দেখতে পান ঘরের ধরনার সঙ্গে স্বামীর ঝুলন্ত লাশ। তার চিৎকারে রহিমের বাবা-মা ছেলের ঝুলন্ত দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনা তদন্ত করে লাশ নিয়ে গেছে। 

টোক পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মামুন জানান, ঘটনা সত্য, বিদেশের টাকার বিষয়ে পরিবারের সঙ্গে দীর্ঘ দিন ধরে মনোমালিন্য চলছিল। বিদেশের টাকা জোগাড় করতে না পেরে রহিম পরিবারের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।