রাজবাড়ীতে ২ বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট
রাজবাড়ীর বালিয়াকান্দিতে দুই ভাইয়ের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। ডাকাতরা বাড়ির সবাইকে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার লুটপাট করে নিয়ে গেছে।
গতকাল সোমবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার জঙ্গল গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে।
জঙ্গল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নৃপেন্দ্রনাথ বিশ্বাস বলেন, ‘জঙ্গল গ্রামের আমার শ্যালক বিদ্যুৎ ঘোষ ও বিপুল ঘোষের বাড়ীতে রাত দেড়টার দিকে দেশীয় ও আগ্নেয়াস্ত্রসহ ১৫-২০ জনের একদল মুখোশধারী ডাকাত দল প্রবেশ করেন। তারা বিদ্যুৎ ঘোষের বিল্ডিংয়ের জানালার গ্রীল ভেঙ্গে ভিতরে ঢুকেন। বিদ্যুৎ ঘোষকে মারধর করে চোঁখ-মুখ বেধে রাখেন। তার ঘরে থাকা নগদ ৮০ হাজার টাকা, ৫ভরি ওজনের স্বর্ণের চেইন, আংটি, কানের দুল, হাড় ও বিপুল ঘোষের ছেলেকে জিম্মি করে ঘরে ঢুকে নগদ আড়াই লক্ষ টাকা, ৩ ভরি ওজনের স্বর্ণালংকারসহ অন্যান্য মূল্যবান মালামাল লুটপাট করে নিয়ে যান। খবর পেয়ে মঙ্গলবার সকালে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।’
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দীন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’