কারাগারে নেওয়ার সময় চিন্ময়ের প্রিজনভ্যান আটকে বিক্ষোভ

চট্টগ্রাম ব্যুরো
২৬ নভেম্বর ২০২৪, ১৩:১৫
শেয়ার :
কারাগারে নেওয়ার সময় চিন্ময়ের প্রিজনভ্যান আটকে বিক্ষোভ

জাতীয় পতাকার অবমাননার অভিযোগে রাষ্ট্রদোহ মামলায় ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।আজ মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম আদালত এই আদেশ দেন।

আদালতের রায়ের পর চিন্ময় দাসকে প্রিজনভ্যানে তুলে নিয়ে যাওয়ার সময় বিক্ষোভ করেন সনাতনীরা। এ সময় তারা ‘জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জেলের তালা ভাঙবো চিন্ময়কে আনবে, জেগেছে রে জেগেছে সনাতনী জেগেছে', সনাতনী সনাতনী, এক হও এক হও। স্লোগানে আশপাশ সরগরম করে তোলেন। এ ছাড়া বিক্ষোভকারীরা পুলিশকে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন।

আসামি পক্ষের আইনজীবী সজল কান্তি দাস বলেন, ‘রাষ্ট্রদোহ মামলাটি মিথ্যা ও ভুয়া। আমরা ন্যায়বিচার পাইনি। জাতীয় পতাকা অবমাননার যে অভিযোগ আনা হয়েছে চিন্ময় দাসের বিরুদ্ধে, তা মিথ্যা। তিনি ওইদিন ঘটনাস্থলে ছিলেন না। আমাদের যুক্তিতর্ক শুনেও আদালত জামিন নামঞ্জুর করেছে।’

এর আগে চিন্ময় কৃষ্ণ দাসকে হাজির করাকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকে আদালত চত্বরের আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা গ্রহণ করা হয়। মোতায়ন করা হয় বিপুল পুলিশ।পরে বেলা ১১টার দিকে তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন মাজিস্ট্রেট ভবনে আনা হয়। 

এর আগে সোমবার বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাকে গ্রেপ্তার করেন।