মোল্লা কলেজের সামনের পরিস্থিতি নিয়ে যা জানা গেল

অনলাইন ডেস্ক
২৬ নভেম্বর ২০২৪, ১১:৫০
শেয়ার :
মোল্লা কলেজের সামনের পরিস্থিতি নিয়ে যা জানা গেল

রাজধানীর যাত্রাবাড়ীর ডেমরায় মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনের পরিস্থিতি এখনো থমথমে। তবে জনজীবন ও যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে। 

আজ মঙ্গলবার সকাল থেকেই কলেজ প্রাঙ্গণে পর্যাপ্ত পুলিশ ও সাঁজোয়া যান মোতায়েন করা হয়েছে। যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মোহসীন হুসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যাতে না হয় সেজন্য দুই প্লাটুন ফোর্স মোতায়নে রয়েছে। পাশাপাশি সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।

মোহসীন হুসাইন আরও জানান, গতকাল সোমবার ঘটে যাওয়া হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। সোমবারের সিদ্ধান্তে কলেজ বন্ধ রয়েছে। ভেতরে কাউকে যেতে দেওয়া হচ্ছে না।

ভাঙা কলেজ ভবন দেখতে উৎসুক মানুষ রাস্তায় ভীড় করছেন জানিয়ে যাত্রাবাড়ী থানার পরিদর্শক বলেন,গতকাল ঢাকা-সিলেট মহাসড়কের যান চলাচল বিঘ্নিত হলেও আজ স্বাভাবিক রয়েছে। 

প্রসঙ্গত, ডেমরায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে (ডিএমআরসি) সোমবার হামলা চালিয়েছেন কবি নজরুল সরকারি কলেজ, সোহরাওয়ার্দী কলেজসহ বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা। এ সময় কলেজটির ভবনে ব্যাপক ভাঙচুর চালিয়েছেন তারা। পরে দুই পক্ষ দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ায় রণক্ষেত্রে পরিণত হয় ওই এলাকা।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা মোল্লা কলেজে যায়। এ সময় তারা কলেজে ভাঙচুর শুরু করেন। কলেজের বই-খাতা, চেয়ার-টেবিলসহ বিভিন্ন জিনিস ভাঙচুর করেন। এ সময় হামলায় আহত ৩০ জনকে ন্যাশনাল মেডিকেল চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

এর আগে ভুল চিকিৎসায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিৎ হালদারের মৃত্যুর বিচারের দাবিতে গত রবিবার ঢাকার ৩৫টি কলেজের শিক্ষার্থীরা একজোট হয়ে ন্যাশনাল মেডিকেল কলেজ, কবি নজরুল সরকারি কলেজ ও সোহরাওয়ার্দী কলেজে হামলা এবং ভাঙচুর চালান।