বিমানবন্দরে নামতে গিয়ে বাড়ির সামনে বিধ্বস্ত বিমান
লিথুনিয়ায় একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে অন্তত একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। আজ সোমবার সকালে ভিলনাস বিমানবন্দরের কাছে এই দুর্ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, ডিএইচএল এর পণ্য বহন করছিল বোয়িং সেভেনথ্রিসেভেন মডেলের বিমানটি। অবতরণের আগে একটি বাড়ির কাছেই বিমানটি বিধ্বস্ত হয়।তবে বাড়ির কেউ হতাহত হননি। তাদের ১২ জনকেই নিরাপদে বের করে আনা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
তবে বিমান বিধ্বস্তের কারণ এখনো জানা যায়নি। দেশটির প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছে, তারা এখনো সন্ত্রাসের কোনো আলামত পাননি।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস