সংবিধান সংস্কার কমিশনে মতামত দিয়েছেন ৪৭ হাজার ৯৭ জন

অনলাইন ডেস্ক
২৫ নভেম্বর ২০২৪, ১৯:৫২
শেয়ার :
সংবিধান সংস্কার কমিশনে মতামত দিয়েছেন ৪৭ হাজার ৯৭ জন

সংবিধান সংস্কার কমিশনের ওয়েবসাইটে আজ সোমবার বিকেল পর্যন্ত ৪৭ হাজার ৯৭ জন মতামত দিয়েছেন। একইসঙ্গে ২৮টি সংগঠন, ২৩ জন সুশীল সমাজের প্রতিনিধি, পাঁচজন সংবিধান বিশেষজ্ঞ এবং ১০ জন তরুণ চিন্তাবিদের সঙ্গে মতবিনিময় করেছে কমিশন।

আজ সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ জাতীয় সংসদ ভবনে অবস্থিত সংবিধান সংস্কার কমিশন প্রধানের কার্যালয়ে কমিশন প্রধান অধ্যাপক ড. আলী রীয়াজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) এশিয়া প্যাসেফিক অঞ্চলের সিনিয়র অ্যাডভাইজার ড. জিওফ্রে ম্যাকডোনাল্ডের নেতৃত্বে তিনজনের একটি প্রতিনিধিদল।  প্রতিনিধিদলে আরও ছিলেন আইআরআই-এর ভারপ্রাপ্ত আবাসিক প্রোগ্রাম ডিরেক্টর (বাংলাদেশ প্রোগ্রাম) জসুয়া রোসেনবাম ও রিজিওনাল ডিরেক্টর (দক্ষিণ এশিয়া) স্টিফেন চিমা।

সাক্ষাৎকালে ড. আলী রীয়িাজ সংবিধান সংস্কারবিষয়ক বর্তমান কার্যক্রম ও পরিকল্পনা সংক্ষেপে প্রতিনিধিদলের নিকট উপস্থাপন করেন। তিনি বলেন, কমিশন ইতোমধ্যে ২৮টি সংগঠন, ২৩ জন সুশীল সমাজের প্রতিনিধি, পাঁচজন সংবিধান বিশেষজ্ঞ এবং ১০ জন তরুণ চিন্তাবিদের সঙ্গে মতবিনিময় করেছেন।

সংবিধান সংস্কার কমিশনের প্রধান বলেন, সংবিধান সংস্কার বিষয়ে জনগণের মতামত জানতে ইতোমধ্যে ওয়েবসাইটের মাধ্যমে মতামত সংগ্রহ করা হচ্ছে। সোমবার বিকেল পর্যন্ত মোট ৪৭ হাজার ৯৭ জন মতামত দিয়েছেন। এ ছাড়া বিবিএসের মাধ্যমে সারাদেশে জনমত জরিপ কার্যক্রম শিগগিরই শুরু হবে।

আইআরআই-এর প্রতিনিধি ড. জিওফ্রে ম্যাকডোনাল্ড বলেন, সারা বিশ্বের গণতান্ত্রিক ধারা উন্নয়নে আইআরআই কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় তারা নতুন বাংলাদেশের সঙ্গেও কাজ করতে আগ্রহী।

এ ছাড়া প্রতিনিধিদল সংবিধান সংস্কার কমিশনের সংস্কার কাজের, বিশেষ করে অংশীজনদের মতামত গ্রহণ বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

উল্লেখ্য, সংবিধান সংস্কার বিষয়ে যেকোনো ব্যক্তি বা সংগঠন তাদের মতামত দিতে পারবে বলে জানিয়েছিল সংবিধান সংস্কার কমিশন। পরে গত ৫ নভেম্বর থেকে ওয়েবসাইট চালু করে তারা। এ ওয়েবসাইটে মতামত দেওয়া যাবে বলে জানানো হয়েছিল।

আর ওয়েবসাইট চালুর দিন সংবিধান সংস্কার কমিশন থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ নভেম্বর পর্যন্ত এই ওয়েবসাইটে সংবিধান সংস্কার বিষয়ে আগ্রহী ব্যক্তি বা সংগঠন পরামর্শ, মতামত ও প্রস্তাব জানাতে পারবেন। নাম প্রকাশে অনিচ্ছুক থেকেও মতামত দেওয়ার সুযোগ রয়েছে।

দেশের বিদ্যমান সংবিধান পর্যালোচনা ও মূল্যায়ন করে সংবিধান সংস্কারের লক্ষ্যে প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদন প্রস্তুত করতে ৬ অক্টোবর সংবিধান সংস্কার কমিশন গঠন করে সরকার।