কেন্দ্রীয় করাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু
কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আব্দুল আহাদ (৮২) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেল ৩টা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মেডিসিন বিভাগে তিনি মারা যান।
নিহত আব্দুল আহাদের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জে।
কারা সূত্রে জানা গেছে, আব্দুল আহাদকে অসুস্থ অবস্থায় আজ সোমবার দুপুর ১টা ৫০ মিনিটে ঢামেক হাসপাতালে ভর্তি করেন কারা কর্তৃপক্ষ। সেখানে চিকিৎসাধীন মারা যান তিনি।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক।
তিনি জানান, নিহত আহাদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?