৪৪৫ কোটি বছর আগেও মঙ্গলে ছিল পানি

আন্তর্জাতিক ডেস্ক
২৪ নভেম্বর ২০২৪, ২১:৩২
শেয়ার :
৪৪৫ কোটি বছর আগেও মঙ্গলে ছিল পানি

মঙ্গলগ্রহে এমন এক আলামতের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা, যা প্রমাণ করে অনেক দিন আগেই মঙ্গলে উষ্ণ পানির প্রবাহ ছিল। তাই লক্ষ লক্ষ বছর আগে সেখানে প্রাণের অস্তিত্ব ছিলো বলে ধারণা তাদের। সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে এমন তথ্য।

বিজ্ঞানীরা বলছেন, মার্শান উল্কাপিন্ড এনডব্লিউসেভেনজিরোথ্রিফোর এর মাধ্যমে তারা মঙ্গলগ্রহের এই তথ্য পেয়েছেন। ২০১১ সালে সাহারা মরুভূমিতে এই উল্কাপিন্ড আবিস্কার হয়। এই পাথরকে ব্ল্যাক বিউটি বলেও ডাকা হয়। এখন পর্যন্ত আবিষ্কৃত মঙ্গলের সবচেয়ে পুরাতন অংশ এটি। এর বয়স ২০০ কোটি বছরেরও বেশি। 

এবার এই পাথরের চেয়েও পুরাতন কিছু খুঁজে পেয়েছেন গবেষকরা। কারটিন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকের দাবি, তারা এমন একটি পাথর পেয়েছেন যার বয়স প্রায় ৪৪৫ কোটি বছর। সেখানে পানির উপস্থিতির আলামত পেয়েছেন তারা। 

কার্টিন স্কুল অব আর্থ অ্যান্ড প্ল্যানেটারি সাইন্স এর অ্যারন কাভোসিস বলেন, তাদের বিশ্বাস এই আবিস্কার তাদের মঙ্গল নিয়ে গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করবে। তিনি বলেন, ‘আমরা ন্যানো-স্কেল জৈব রসায়নের মাধ্যমে এমন আলামত পেয়েছি যা থেকে বোঝা যায় যে মঙ্গলগ্রহে ৪৪৫ কোটি বছর আগেও গরম পানির প্রবাহ ছিল।’