বিপুল ভোটে এগিয়ে প্রিয়াঙ্কা, ছাড়িয়ে যাচ্ছেন রাহুলকেও
কেরালার ওয়েনাড় লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে বিপুল ভোটে এগিয়ে আছেন ভারতীয় জাতীয় কংগ্রেসের (আইএনসি) সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। আজ শনিবার প্রকাশিত ফলে দেখা গেছে, তিনি তার নিকটতম প্রতিদ্বন্ধী থেকে ৪ লাখেরও বেশি ভোটে এগিয়ে আছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়,প্রিয়াঙ্কা গান্ধী বঢরা ৬ লাখ ১০ হাজার ভোট পেয়েছেন। অন্যদিকে, তার নিকটতম প্রতিদ্বন্ধী সিপিআইয়ের প্রার্থী সাথায়ন মোকারি পেয়েছেন ২ লাখ ৬ হাজার ভোট। অর্থাৎ ৪ লাখের বেশি ভোটে এগিয়ে আছেন কংগ্রেস সাধারণ সম্পাদক।
এ বিপুল ভোটে জিততে যাওয়া প্রিয়াঙ্কা তার ভাই রাহুল গান্ধীকে বেশি ভোটের ব্যবধানে জয়ের দিক থেকে ছাড়িয়ে যাচ্ছেন। চলতি বছরের শুরুর দিকে একই লোকসভা নির্বাচনে রাহুল গান্ধী ৩ লাখ ৬৫ হাজার ভোটের ব্যবধানে জিতেছিলেন। তখনও তার প্রতিদ্বন্ধী সাথায়ন মোকারি পেয়েছিলেন ২ লাখ ৬ হাজার ভোট।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
রাহুল সে নির্বাচনে এ আসন ছাড়াও উত্তরপ্রদেশের রায়বেরেলি আসন থেকে জয়লাভ করেছিলেন। পরে রায়বেরেলি আসনটি রেখে ওয়েনাড় আসন ছেড়ে দেন তিনি। তখন রাহুল তার বোনকে দলের প্রার্থী ঘোষণা করেন। একইসঙ্গে রাহুল ঘোষণা দেন, এই আসনটি দুই ব্যক্তি দেখাশোনা করবেন- তিনি ও তার বোন।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস