সাকিবের অলরাউন্ড নৈপুণ্য, তবুও বাজে হার বাংলা টাইগার্সের
ব্যাটিংয়ে নেমে ছোট একটি ঝড় তুললেন, বোলিং ছিলেন অন্যবদ্য। তবে তার দল বাংলা টাইগার্স বাজেভাবেই হেরে গেল। আবুধাবি টি-টেন লিগে নিউইয়র্ক স্ট্রাইকার্সের বিপক্ষে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলা টাইগার্স। আসরে দুই ম্যাচ খেলে দুটিতেই হার দেখেছে তারা।
আজ শনিবার জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করা বাংলা টাইগার্স নির্ধারিত ১০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৬৬ রান করতে পারে। জবাবে ৩ উইকেট হারিয়ে ও ২৪ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় স্ট্রাইকার্স।
৬৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ডোনোভান ফেরেইরার ব্যাটে জয় নিশ্চিত করে স্ট্রাইকার্স। তিনি ৯ বলে ৩টি চার ও একটি ছক্কায় ২১ রানে অপরাজিত থাকেন। ওপেনার ডেয়াল্ড ব্রেভিস ১৫ বলে ১৯ রান করেন।
আরও পড়ুন:
আর্জেন্টিনার হ্যাটট্রিকে উড়ে গেছে ব্রাজিল
সাকিব এক ওভার বল করে মাত্র ১ রান দিয়ে ২টি উইকেট দখল করেন। এছাড়া ইমরান খান একটি উইকেট পান।
টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটারদের ব্যর্থতায় নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলা টাইগার্স। সর্বোচ্চ ১৯ বলে ২২ রান করেন দাসুন শানাকা। আর শেষদিকে ব্যাট করা সাকিব ১২ বলে একটি চার ও একটি ছক্কায় ১৯ রান করেন।
স্ট্রাইকার্স বোলারদের মধ্যে আকিল হোসেন, রিসে টপলি ও মোহাম্মদ আমির ২টি করে উইকেট লাভ করেন।