পাইরেসির কবলে শাকিবের ‘দরদ’
দেশজুড়ে গেল ১৫ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’। মুক্তির সপ্তাহ যেতে না যেতেই পাইরেসির থাবায় পড়েছে সিনেমাটি। ইতিমধ্যেই বিভিন্ন ইউটিউব চ্যানেলে ছড়িয়ে পড়েছে অনন্য মামুন পরিচালিত ‘দরদ’।
এদিকে জমকালো আয়োজনে গতকাল শুক্রবার স্টার সিনেপ্লেক্সের মহাখালি শাখায় সিনেমাটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। সেখানে একঝাঁক তারকাশিল্পীদের সঙ্গে উপস্থিত ছিলেন শাকিব খানও। ছিলেন সংবাদকর্মীরাও। বিশেষ প্রদর্শনীতে সিনেমা ও বিভিন্ন প্রসঙ্গে কথা বলেন শাকিব।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
‘দরদ’র শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন বলিউডের অভিনেত্রী বলিউডের সোনাল চৌহান, পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, এলিনা শাম্মী, রিওসহ অনেকে।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
এর আগে, গেল ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘সুড়ঙ্গ’ সিনেমাটিও পাইরেসির কবলে পড়েছিল। সর্বশেষ ২৮ সেপ্টেম্বর শাকিব খান অভিনীত ‘তুফান’ও ফাঁস হয় ইউটিউবে। একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির নয় দিনের মাথায় সিনেমাটি পাইরেসির কবলে পড়ে।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’