ঢামেকে এক হাজতির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
২৩ নভেম্বর ২০২৪, ১৬:৩৬
শেয়ার :
ঢামেকে এক হাজতির মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ধনু বেপারী ওরফে ধলা বেপারী (৬২) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেল ৩টা ১০ মিনিটে অসুস্থ ধলা বেপারীকে ঢামেকে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, এক হাজতির মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

কারা সূত্রে জানা যায়, কারা কর্তৃপক্ষের নির্দেশক্রমে কারারক্ষী হোসাইন মো. এরশাদসহ কারারক্ষীরা অসুস্থ হাজতি ধলা বেপারীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। এ সময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

কারা সূত্রে আরও জানা যায়, ধলা বেপারী শ্রীনগর থানার মামলা নম্বর ২৫(৭)২২ নারী ও শিশু নির্যাতন দমন আইন ৯(৩) মামলায় বন্দি ছিলেন। তার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ শ্রীনগর খাদরা গ্রামে।