আমবাগানে পড়ে ছিল কৃষকের গলাকাটা মরদেহ
রাজশাহীর বাঘায় আনিসুর রহমান (৪২) নামের এক কৃষককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার সকালে উপজেলার মনিগ্রাম গ্রামের এক আমবাগানে তার মরদেহ পাওয়া যায়। নিহত আনিসুর রহমান উপজেলার মনিগ্রাম ইউনিয়নের তুলসীপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
নিহত আনিসুরের স্ত্রী পারভীন খাতুন জানান, গতকাল শুক্রবার বিকেলে মনিগ্রাম হাটে যান আনিসুর। কিন্তু রাতে আর বাড়ি ফিরে আসেনি। বাড়িতে না ফেরায় রাতে বিভিন্ন জায়গায় খোঁজখবর নেওয়া হয়। আজ সকালে আমবাগানে তার গলাকাটা মরদেহ পড়ে আছে বলে লোকজন খবর দেন।
নিহতের চাচাতো ভাই হাফিজুর রহমান জানান, আনিসুরের ভায়রা রায়হান আলী শুক্রবার বিকেলে মনিগ্রাম হাটে ছাগল বিক্রি করেন। সেখান থেকে পারিবারিক খরচের জন্য আনিসুরকে পাঁচ হাজার টাকা দেন। টাকা নিয়ে সন্ধ্যার পর হাট থেকে বাড়ির দিকে রওনা হন তিনি। যে পাঁচ হাজার টাকা নিয়ে আনিসুর বাড়ি ফিরছিলেন, সে টাকা পাওয়া যায়নি।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এরপর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
তিনি আরও বলেন, কে বা কারা এবং কী কারণে আনিসুরকে হত্যা করেছে তা এখনো জানা যায়নি। তবে মামলার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।