বিএনপি অফিস ভাংচুর ও অগ্নিসংযোগ /
শাহজাহান ওমরকে প্রধান আসামি করে আরও একটি মামলা
ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে বিএনপি থেকে আসা আওয়ামী লীগের সাবেক এমপি ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমর বীর উত্তমকে প্রধান আসামিকে করে উপজেলা বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।
গতকাল শুক্রবার রাতে উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এ মামলায় শাহজাহান ওমর ছাড়াও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মো. মনিরুজ্জামান মনির, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. হোসেন শহীদ জিলানী মিলন মাহমুদ বাচ্চু মৃধা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জিয়া হায়দার খান লিটনসহ আরও ৫২ জনকে আসামি করা হয়েছে। এছাড়াও অজ্ঞাত আসামি করা হয়েছে ১৫০ জনকে।
মামলার সূত্র থেকে জানা গেছে, গত ২০২৩ সালের ৩০ নভেম্বর বিএনপির পূর্বনির্ধারিত কর্মী সমাবেশে সকাল ১০টা থেকে বিএনপি ও তার অঙ্গ সংঠনের নেতাকর্মীরা তাদের উপজেলা প্রধান কার্যালয়ে আসতে শুরু করে। এ সময় শাহজাহান ওমরের নির্দেশে লোহার রড়, জিআই পাইপ, হকস্টিক, রামদা, চাইনিজ কুড়াল, ছ্যানা ও বিস্ফোরক দ্রব্য প্রেট্রোলসহ প্রান নাশক অস্ত্রে সজ্জিত হতে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলা চালায় আসামিরা। বিএনপির দলীয় অফিসে থাকা আসবাবপত্র ভাংচুর করে অফিসে থাকা নগদ টাকা হাতিয়ে নেন। বিএনপির নেতাকর্মীদের ওপর ককটেল বিস্ফোরন ঘটান তারা। পরে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেন। এতে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের প্রায় শতাধিক নেতাকর্মী আহত হয়। স্থানীয়রা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের আহত নেতাকর্মীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা রাজাপুর থানার এসআই মো. মনিরুল ইসলাম জানান, এ মামলার প্রধান আসামি শাহজাহান ওমর ঝালকাঠি কারাগারে রয়েছেন। শুক্রবার মামলার এজাহার ভূক্ত আরেক আসামি লাল মৃধাকে গ্রেপ্তার করে শনিবার দুপুরে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য ঝালকাঠি জেলার কাঁঠালিয়া ব্যাসস্ট্যান্ডে উপজেলা বিএনপির অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় গত বৃহস্পতিবার দুপুরে শাহজাহান ওমরকে গ্রেপ্তার করে ঝালকাঠি আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠায় পুলিশ। বর্তমানে তিনি ঝালকাঠি জেল হাজতে রয়েছেন।