স্বৈরাচার সরকার ভোটের অধিকার কেড়ে নিয়েছিল: জোনায়েদ সাকি

রাজশাহী ব্যুরো
২৩ নভেম্বর ২০২৪, ১৪:৩৯
শেয়ার :
স্বৈরাচার সরকার ভোটের অধিকার কেড়ে নিয়েছিল: জোনায়েদ সাকি

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ‘অতীতে সকল স্বৈরাচার সরকার নির্বাচন কমিশনকে ব্যবহার করে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। নতুন নির্বাচন কমিশনকে এমন দৃষ্টান্ত স্থাপন করতে হবে যাতে ভবিষ্যতে ভোটের অধিকার কেউ হরণ করতে না পারে।’ এজন্য আগামী নির্বাচনে আগেই গণঅভ্যুত্থানের চেতনাধারী সকল রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

আজ শনিবার দুপুরে রাজশাহী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে গণসংহতি আন্দোলন আয়োজিত গণসংলাপে এসব কথা বলেন তিনি। 

অনুষ্ঠানে জোনায়েদ সাকি বলেন, ‘উন্নয়নের নামে জনগণের টাকা পকেটে তুলে বিদেশে পাচার করেছে ফ্যাসিস্ট আওয়ামী সরকার। শেখ হাসিনা ছাত্রদের আন্দোলন তুড়ি মেরে উড়িয়ে দিতে চেয়েছিলেন। কিন্তু শিক্ষার্থীদের রাজাকারের নাতি অ্যাখ্যা দিয়ে আত্মসম্মানে আঘাত হানলেন। তখন তারা দেশের মর্যাদা রক্ষায় জীবন দিয়ে আন্দোলন শুরু করেছিল। আন্দোলন দমনে রাষ্ট্রীয় বাহিনীগুলোকে ব্যবহার করেছিল হাসিনা। কিন্তু শেষ পর্যন্ত রক্ষা হয়নি।’

জোনায়েদ সাকি আরও বলেন, ‘আওয়ামী সরকার ক্ষমতায় টিকে থাকতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। জেনারেল আজিজ তার খুনি ভাইদের সুরক্ষা দিয়ে গেছেন। রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে আইজিপি বেনজীরের মতো আমলারা কেবল ক্ষমতার দাপটে সম্পদের পাহাড় গড়েছেন। শেখ হাসিনা গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম করেছিলেন। গর্ব করে বলেছিলেন, শেখ হাসিনা পালায় না। কিন্তু ছাত্র-জনতার হাত থেকে রক্ষা পেতে ঠিকই দিল্লিতে পালিয়ে গেছেন।’

তিনি বলেন, ‘বৈষম্যহীন রাষ্ট্র গড়তে হলে সংবিধান সংস্কার করতে হবে। নির্বাচন কমিশনকে জনগণের ভোটাধিকার রক্ষা করতে হবে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেনীর মানুষের সমান অধিকার দিয়ে সংবিধান করতে হবে। ৭০ এর অনুচ্ছেদ বাতিল করে হাত তোলা এমপির বিধান বাদ দিতে হবে। দ্বিকক্ষবিশিষ্ট সংসদ করতে হবে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনতে হবে। এজন্য অভ্যুত্থানের পক্ষের সকল রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। অভ্যুত্থানের লক্ষ্য অর্জনে এই শক্তি কোনো আপস করবে না।’

জনগণের ঐক্যবদ্ধ শক্তির কারণেই শেখ হাসিনাকে উপড়ে ফেলে দেয়া সম্ভব হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

গণসংহতি আন্দোলনের রাজশাহী জেলা শাখার আহবায়ক অ্যাডভোকেট মুরাদ মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় সম্পাদকমন্ডলীর সদস্য জুলহাসনাইন বাবু।