অ্যাঞ্জেলিনা জোলির নতুন সিনেমা ‘স্টিচেস’
আসছে হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির নতুন সিনেমা ‘স্টিচেস। সিনেমাটি পরিচালনা করেছেন ফরাসি নির্মাতা অ্যালিস উইনোকোর। এ সিনেমায় একজন চলচ্চিত্র নির্মাতার ভূমিকায় অভিনয় করবেন জোলি। সিনেমার গল্পের মূল প্লটটি প্যারিসের ফ্যাশন জগৎ নিয়ে, যেখানে ফ্যাশন উইকের সময় তিন নারীর জীবন একত্রিত হয়।
সিনেমাটি প্রযোজনার দায়িত্বে রয়েছে ফ্রিম্যান্টল, অ্যাপার্টমেন্ট ও নেটফ্লিক্স এবং তা ডিস্ট্রিবিউশন করবে পাওয়ার হাউজ প্যাথি ফিল্মস। ফরাসি ও ইংরেজি ভাষায় নির্মিত সিনেমাটির প্রি- প্রোডাকশনের কাজ প্রায় শেষ। খুব শিগগিরই শুটিং শুরু হবে।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
প্রসঙ্গত, জোলির সর্বশেষ চলচ্চিত্র ‘মারিয়া’ ইতোমধ্যেই বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়ে বেশ প্রশংসা কুড়িয়েছে। এ সিনেমাটি ২০২৫ সালের ১০ জানুয়ারি যুক্তরাজ্যের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এটি পরিচালনা করেছেন পাবলো লাররাইন।
এদিকে আগামী বছরের ফেব্রুয়ারিতে ৪০তম সান্তা বারবারা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জোলিকে মাল্টিন মডার্ন মাস্টার অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হবে বলে জানা যায়।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট