মিঠুন চক্রবর্তীর বিপরীতে আফসানা মিমি

বিনোদন ডেস্ক
২৩ নভেম্বর ২০২৪, ১১:০৪
শেয়ার :
মিঠুন চক্রবর্তীর বিপরীতে আফসানা মিমি

মিঠুন চক্রবর্তীকে নিয়ে সিনেমা বানাচ্ছেন পরিচালক মানসমুকুল পাল। এটা পুরোনো খবর। তবে, এবার নতুন একটি খবর প্রকাশ্যে এলো। ভারতের গণমাধ্যম আনন্দবাজার অনলাইনের বরাতে জানা গেছে, স্বয়ং পরিচালক তার পছন্দের বাংলাদেশের জনপ্রিয় নায়িকা আফসানা মিমিকে ভাবছেন ভারতের মিঠুন চক্রবর্তীর বিপরীতে। 

তার দুই পছন্দের তারকাকে এক ফ্রেমে ধরতে মানসমুকুল তার আগামী সিনেমার তৈরির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন বলে জানা যায়। তারা দুজনই তার সিনেমায় মুখ্য ভূমিকায় থাকবেন। 

এ কারণে খুব তাড়াতাড়ি বাংলাদেশে আসার পরিকল্পনা রয়েছে এ পরিচালকের। তিনি জানিয়েছেন, ওপার বাংলায় (বাংলাদেশ) গিয়ে সবার আগে নায়িকার সঙ্গে দেখা করে সিনেমাটির প্রসঙ্গে কথা বলবেন।

প্রসঙ্গত, পরিচালক মানসমুকুল বেশ খানিকটা লম্বা বিরতির পর এবার ফের ফিরছেন পরিচালনায়। এত দীর্ঘ বিরতি কেন? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মনের মতো গল্প না পেলে ছবি বানানোর তাগিদ জাগে না। তাই দ্বিতীয় ছবি বানাতে এতটা সময় নিয়ে নিলাম।’ 

তিনি বলেন, ‘আমার নিজের গল্প নিয়েই এবারের সিনেমা তৈরি হচ্ছে। এ বারের ছবিতে টানটান নাটকীয়তা থাকবে। চিত্রনাট্য তৈরি। অভিনেতারা সময় দিলেই শুটিং ফ্লোরে যাব।’

কলকাতার এ জনপ্রিয় পরিচালক তার আরেকটি ইচ্ছের কথা প্রকাশ করেছেন। হুমায়ুন আহমেদের উপন্যাস নিয়েও একটি সিনেমা বানানোর ইচ্ছে তার। নিজে আরও একটি ছবির গল্প লিখছেন। তার জন্য বাংলাদেশের কিছু অঞ্চল তার ঘুরে দেখা দরকার। বাংলাদেশে আসার এটাও একটা কারণ বলে জানান তিনি।

উল্লেখ্য, মিঠুন চক্রবর্তীর বিপরীতে এর আগে বাংলাদেশের নায়িকা রোজ়িনা অভিনয় করেছিলেন। শক্তি সামন্তের পরিচালনায় ‘অন্যায় অবিচার’ ছবিটি দুই বাংলার যৌথ প্রযোজনায় তৈরি হয়েছিল। তবে কি এবারও যৌথ প্রযোজনায় হবে তার সিনেমাটি? এ প্রশ্নের জবাবে পরিচালক বলেন, ‘একাধিক প্রযোজনা সংস্থার সঙ্গে কথা চলছে। বিষয়টি এখনও ঠিক হয়নি।’ 

পরিচালক আরও জানিয়েছেন, তার প্রথম ছবির মতো এই ছবিতেও একাধিক নতুন অভিনেতাদের দেখা মিলবে।