আজ কোথায় কী আয়োজন

অনলাইন ডেস্ক
২৩ নভেম্বর ২০২৪, ১০:০৪
শেয়ার :
আজ কোথায় কী আয়োজন

প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানান ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন।

আজ শনিবার কোথায় কী আয়োজন রয়েছে, চলুন দেখে নেয়া যাক;

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার কর্মসূচি:

রাজধানীর সোবহানবাগে ড্যাফোডিল ইউনিভার্সিটির সাবেক ক্যাম্পাসে ‘গ্লোবাল এন্ট্রাপ্রিনিউরশিপ উইক ২০২৪’ এর সমাপনী অনুষ্ঠান হবে। বেলা ১১টায় শুরু হওয়া এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

নাগরিক ঐক্যের জনসমাবেশ:

বিকেল ৩টায় নতুন বাজার (ফ্যামিলি বাজার সংলগ্ন) ১০০ ফিট সড়কের মাদানী এভিনিউতে ঢাকা মহানগর উত্তরের আয়োজনে দলীয় জনসমাবেশ হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। এছাড়াও নাগরিক ঐক্যসহ ছাত্র ঐক্যের কেন্দ্রীয় নেতারা উপিস্থিত থাকবেন।

ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থর কর্মসূচি:

রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সংবিধান সংস্কার প্রস্তাব করবে বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি। দুপুর ২টায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে প্রস্তাব উপস্থাপন করবেন দলটির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ।

গণতান্ত্রিক অধিকার কমিটির কর্মসূচি:

দেশের সব প্রকার ধর্মীয়, লিঙ্গীয়, জাতিগত, পেশাগত ও সাংস্কৃতিক বৈচিত্রের মানুষের সমাবেশের আয়োজন করেছে গণতান্ত্রিক অধিকার কমিটি। বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালন করা হবে।

বুয়েট শিক্ষার্থী রেহানের স্মরণসভা:

৫ মে শাপলা চত্বরে গণহত্যার শিকার বুয়েট শিক্ষার্থী রেহানের স্মরণসভা অনুষ্ঠিত হবে। বিকেল সাড়ে ৫টায় অনুষ্ঠিত স্মরণসভায় উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান।