পরীমনির প্রথম স্বামী নিহত
চিত্রনায়িকা পরীমনির প্রাক্তন স্বামী ইসমাইল হোসেন এক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। আজ শুক্রবার ভোরে ঢাকা-ভাঙ্গা মহাসড়কের মাদারীপুরের শিবচরের পাচ্চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাতে ইসমাইল তার বন্ধু মনিরকে নিয়ে বাড়ি থেকে মোটরসাইকেলে ঢাকায় যাচ্ছিলেন। ভোরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পেছন থেকে একটি ট্রাক তাদেরকে ধাক্কা দিলে ইসমাইল ও তার বন্ধু মনির গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে চিকিৎসক ইসমাইলকে মৃত ঘোষণা করেন। মনিরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আগারগাঁও পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। পঙ্গু হাসপাতালে মনিরের একটি পা কেটে ফেলা হয়েছে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
উল্লেখ্য, গত ২০১২ সালের ২৮ এপ্রিল শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনির সঙ্গে বিয়ে হয়েছিল ইসমাইল হোসেনের।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?