বিএনপি বীরের দল: ডা. জাহিদ

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
২২ নভেম্বর ২০২৪, ২২:০১
শেয়ার :
বিএনপি বীরের দল: ডা. জাহিদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি পালিয়ে যাওয়া মানুষের দল না, বিএনপি হচ্ছে বীরের দল। আগে উন্নয়ন হয়েছে একটি দল করে তাদের। বিএনপি জনগণের দল, আমরা বিশ্বাস করি ব্যক্তির চেয়ে দল বড়, দলের থেকে দেশ বড়।

আজ শুক্রবার বিকেলে দিনাজপুরের হাকিমপুর উপজেলা হলরুমে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে আহত নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহম্মেদ কচি, জেলা বিএনপির সহসভাপতি আতিকুর রহমান, দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক আকরাম হোসেন মন্ডল, হাকিমপুর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক, হাকিমপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রেজা আহমেদ বিপুল প্রমুখ।