আমরা আপনাদের মিথ্যা আশ্বাস দিতে চাই না: জ্বালানি উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, ‘আমরা অন্তর্বতী সরকারের দায়িত্ব পালন করছি। আমরা কিন্তু ভোটেও দাঁড়াব না। তাই আমরা আপনাদের মিথ্যা আশ্বাস দিতে চাই না।’
আজ শুক্রবার সকালে নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির সম্মেলন কক্ষে রংপুর-দিনাজপুর অঞ্চলের বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
জ্বালানি উপদেষ্টা বলেন, ‘বাসা বাড়িতে গ্যাস সংযোগ প্রদান করা হবে না। বরং আমাদের কাছে দাবি আছে- যেসব বাসা বাড়িতে ইতোমধ্যে গ্যাস সংযোগ দেওয়া আছে সেগুলো এখন বন্ধ করার। শিল্প কারখানাগুলোতেও গ্যাস সংযোগ দেওয়ার ব্যাপারেও একই কথা। এ জন্য আমি এই মিথ্যা আশ্বাস দেব না। আমরা গ্যাসের জন্য অনেক কূপ খনন করছি সেখানে যদি আমরা একটি বড় ডিপোজিট পাই তাহলে শিল্পকারখানার বিষয়ে ভাবা যাবে।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
ফাওজুল কবির খান বলেন, ‘২০১০ সালে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধির জন্য বিশেষ আইন করে বিগত সরকার বিদ্যুত বিভাগে দুর্নীতি করার সুযোগ করে দিয়েছে। ইতোমধ্যে সেই আইন উপদেষ্টা পরিষদ পুরোপুরি বাতিল করেছে। যে সব প্রকল্প বাস্তবায়ন হয়েছে, আদালতের আদেশে তাদের মাফ করার কথা বলা হয়েছে। তবে দুর্নীতি ও অনিয়ম হলে সরকার চাইলে তা পুনঃপরীক্ষা করতে পারবে।’
এ ছাড়া বিদ্যুতের সমস্যা সমাধানের জন্য নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনে বেশি গুরুত্ব দেওয়া, গ্রাহক হয়রানি ও দুর্নীতি কমানোর ওপর জোর দিয়ে কর্মকর্তাদের সজাগ থাকার নির্দেশ দেন জ্বালানি উপদেষ্টা।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
রেলের জমি উদ্ধারের বিষয়ে ফাওজুল কবির খান বলেন, সারাদেশে অবৈধ দখলে থাকা রেলের জমি উদ্ধারে অভিযান চলছে। খুব শিগগিরই সৈয়দপুর রেলওয়ের বেদখল হওয়া জমিও উদ্ধার করা হবে। সেই সঙ্গে রেলের জমি ব্যবহার করে কাজে লাগাতে হবে।
এ সময় রেলপথ মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব ফাহিমুল ইসলাম, অতিরিক্ত মহাপরিচালক আফজাল হোসেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রধান প্রকৌশলী বিশ্বনাথ শিকদার ও তত্বাবধায়ক প্রকৌশলী আবু রায়হান, নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।