বিদেশি পিস্তলসহ কৃষক লীগ নেতা গ্রেপ্তার
বগুড়ার আশেকপুর থেকে একটি বিদেশি পিস্তলসহ রায়হান (৩৩) নামের এক কৃষক লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ২টার দিকে যৌথ বাহিনী অভিযান চালিয়ে রায়হানকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া রায়হান আশেকপুর ইউনিয়ন কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক।
থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ২টার দিকে আশেকপুর পশ্চিম পাড়া রায়হানের নিজ বাড়ি থেকে একটি গুলি ও ম্যাগজিন বিহীন বিদেশি পিস্তল উদ্ধার করে যৌথ বাহিনী। পরে তাকে থানায় হস্তান্তর করা হয়।
বগুড়া শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তির বিরুদ্ধে আগে কোনো মামলা আছে কি-না তা যাচাই করে দেখা হচ্ছে। আইনগত প্রক্রিয়া অব্যাহত আছে, বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।