স্বস্তিকা-নুসরাত-শ্রাবন্তী, প্রথমবার একসঙ্গে যা করবেন
টালিউডের বড় পর্দায় এবার প্রথমবারের মতো একসঙ্গে থাকতে চলেছেন স্বস্তিকা মুখার্জি, নুসরাত জাহান ও শ্রাবন্তী চ্যাটার্জিকে। পরিচালক রাজশ্রীর সিনেমা আসছে ‘ও মন ভ্রমণ’আসছে। সেখানেই তারা একই পর্দায় ধরা দেবেন এই তিন হার্টথ্রব নায়িকা।
ছোটবেলার চার বন্ধুর স্কুল শেষের পর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়া, আবার সময়ের চক্রে মুখোমুখি হওয়া। জীবনের নানা ওঠাপড়া নিয়েই ‘ও মন ভ্রমণ’এর গল্প। গল্পটা মূলত তিন নয় চার নারীকে নিয়ে। স্কুলের গণ্ডি শেষে এই চার বন্ধুর আর কখনোই দেখা হয়নি। এমনকি জীবনের নানা রকম জটিলতায় তাদের একসঙ্গে পথচলা থেমেও গিয়েছিল।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
এ সিনেমায় নুসরাত জাহানের চরিত্রের নাম শ্রুতি, বিজনেস টাইকুন মনীশ সিংয়ের ঘরণী তিনি। সেই কোম্পানিতেই কর্মরত নন্দিনী অর্থাৎ স্বস্তিকা মুখোপাধ্যায়, অদ্রিজার চরিত্রে অভিনয় করবেন শ্রাবন্তী চ্যাটার্জি যিনি রুলিং পার্টির এমএলএ।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
এদিকে অনন্যা এই সিনেমায় একজন সাংবাদিকের ভূমিকায় রয়েছেন। এই চারজন ছাড়াও রাজশ্রী দে পরিচালিত ‘ও মন ভ্রমণ’এ অভিনয় করবেন জুন মালিয়া, কমলেশ্বর মুখোপাধ্যায়, আরিয়ান ভৌমিকসহ আরও অনেকে।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’