ব্ল্যাকপিংকের গায়িকা লিসার প্রথম একক
ব্ল্যাকপিংক ব্যান্ডের তারকাশিল্পী লিসা। এবার প্রথম স্টুডিও অ্যালবাম নিয়ে আসছে তিনি। অ্যালবামের নাম অলটার ইগো।
অ্যালবাম প্রকাশের ব্যাপারে লিসা জানান, আগামী বছরের ২৮ ফেব্রুয়ারিতে অ্যালবামটি মুক্তি পাবে।
প্রসঙ্গত, চলতি বছরের ১৬ আগস্ট প্রকাশিত ‘নিউ উইমেন’ গান প্রকাশ করে শ্রোতামহলে বেশ প্রশংসা কুড়িয়েছেন এ পপ গায়িকা। এ গানটির জন্য তিনি এমটিভি ইউরোপ মিউজিক অ্যাওয়ার্ডসও জিতেছেন।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
এর আগে গত ২৮ জুন ‘রকস্টার’ শিরোনামে আরেকটি গান প্রকাশ করেন ব্ল্যাকপিংকের লিসা।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
উল্লেখ্য, ১৩ বছর বয়সে থাইল্যান্ডের মেয়ে লিসা দক্ষিণ কোরিয়ায় এসেছিলেন। এরপর ২০১৬ সালে কোরীয় ব্যান্ড ব্ল্যাকপিংকে যোগ তিনি। জনপ্রিয় ব্যান্ড ব্ল্যাকপিংকের গায়িকা হিসেবেই বিশ্বব্যাপী তার পরিচিতি ছড়িয়ে পড়ে।