সাকিবের দুর্দান্ত বোলিংয়ের পরও হারল তার দল

স্পোর্টস ডেস্ক
২১ নভেম্বর ২০২৪, ২১:৪২
শেয়ার :
সাকিবের দুর্দান্ত বোলিংয়ের পরও হারল তার দল

রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে পদচারণা থেমেছে সাকিব আল হাসানের। জাতীয় দল যখন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলার প্রস্তুতি নিচ্ছে তখন আবুধাবির টি-টেন লিগে খেলছেন সাকিব। টুর্নামেন্টে বাংলা টাইগার্সের অধিনায়কত্বও করছেন এই অলরাউন্ডার। 

আজ বৃহস্পতিবার শুরু হয়েছে ১০ ওভারের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট টি-টেন লিগ। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচেই মাঠে নামে সাকিবের দল বাংলা টাইগার্স। ম্যাচে সাকিব দুর্দান্ত বল করলেও স্যাম্প আর্মির কাছে ৬ উইকেটে হেরে যায় বাংলা টাইগার্স। 

১০৭ রানের লক্ষ্যে খেলতে নামা স্যাম্প আর্মির শেষ ওভারে দরকার ছিল ১২ রান। ডেভিড পেইনের করা ওই ওভারের প্রথম বলেই ছক্কা হাঁকান স্ট্রাইকে থাকা জ্যাক টেইলর। দ্বিতীয় বলে সাকিবের দুর্দান্ত ফিল্ডিংয়ে ১ রানের বেশি পাননি টেইলর। তবে স্ট্রাইক প্রান্তে গিয়েই ছক্কা হাঁকিয়ে স্যাম্প আর্মির জয় নিশ্চিত করেন করিম জানাত। 

১৩ বলে ২৭ রানে অপরাজিত থাকেন টেইলর, আর জানাত মাঠ ছাড়েন ৯ বলে অপরাজিত ১৫ রান করে। দলটির হয়ে অবশ্য সর্বোচ্চ রান করেন ওপেনার ফাফ ডু প্লেসিস (১৪ বলে ২৯)। সাকিবের বলে ছক্কা হাঁকাতে গিয়ে আউট হন তিনি। স্যাম্প আর্মির অধিনায়ক রোহান মোস্তাফাও সাকিবের বলে স্ট্যাম্পিং হয়ে ফেরেন। ২ ওভারে মাত্র ১৫ রানের বিনিময়ে ২ উইকেট নিয়ে বাংলা টাইগার্সের সবচেয়ে সফল বোলার সাকিবই। 

এর আগে, ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ১০৬ রানে থামে বাংলা টাইগার্স। শুরুতে লাকমান ফয়সালকে হারায় দলটি। এরপর ধীরগতির ব্যাটিং শুরু করেন ওপেনার হজরতউল্লাহ জাজাই ও তিনে নামা দাসুন শানাকা। সময়ের সঙ্গে সঙ্গে শানাকার ব্যাটে রানের গতি বাড়লেও জাজাই ছিলেন নিষ্প্রভ। 

শেষ পর্যন্ত ২৬ বলে ৩৫ রান করে অপরাজিত ছিলেন হজরতউল্লাহ। আরেক পাশে ২৭ বলে ৬২ রানে অপরাজিত ছিলেন শানাকা। ৪টি চার ও ৬ ছক্কায় বিধ্বংসী এই ইনিংস খেলেন শ্রীলংকান অলরাউন্ডার। এর মধ্যে শেষ ওভারেই ৩১ রান তুলে নেন তিনি।