আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা, যা জানাল হামাস

আন্তর্জাতিক ডেস্ক
২১ নভেম্বর ২০২৪, ২০:২৭
শেয়ার :
আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা, যা জানাল হামাস

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানাকে স্বাগত জানিয়েছে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। তারা বলছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়ুভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ‘ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’

হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসিম নাইম এক বিবৃতিতে বলেন, ‘আমরা একে হতাহতদের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠায় ‍গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছি। তবে যদি বিশ্বের সব দেশ একে সমর্থন না করে তবে এই পদক্ষেপ অত্যন্ত সীমিত ও অকার্যকরী হয়ে পড়বে।’

আজ বৃহস্পতিবার যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী ইয়ুভ গ্যালান্ত ও হামাস নেতা মোহাম্মদ দাইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আইসিসি। এক বিবৃতিতে আদালত জানায়, ‘নেতানিয়াহু এবং গ্যালান্ট ইচ্ছাকৃতভাবে ও জেনেশুনে গাজার বেসামরিক মানুষকে বেঁচে থাকার প্রয়োজনীয় জিনিসপত্র— যেমন খাবার, পানি, ওষুধ, চিকিৎসা সেবা, বিদ্যুৎ এবং জ্বালানি থেকে বঞ্চিত করেছেন এমন অভিযোগ বিশ্বাসের যথেষ্ট কারণ রয়েছে।’