সিইসির দায়িত্ব পাওয়া কে এই নাসির উদ্দীন
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীন। আজ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
একই সঙ্গে নির্বাচন কমিশনার পদে নিয়োগ পেয়েছেন চারজন। তারা হলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বেগম তহমিদা আহমদ ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ভার থাকবে নাসির উদ্দীনের নেতৃত্বে গঠিত কমিশনের ওপর।
নাসির উদ্দীনের জন্ম কক্সবাজারের কুতুবদিয়ায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিভাগে স্নাতকোত্তর শেষে ১৯৭৭ সালে শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। এর দুই বছর পর বিসিএস প্রশাসন ক্যাডারে চাকরিতে যুক্ত হন তিনি।
কর্মজীবনে তিনি তথ্য সচিব, জ্বালানি সচিব, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ও পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৯ সালের জানুয়ারিতে অবসরে যান তিনি।
দায়িত্ব পাওয়ার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় নাসির উদ্দীন বলেন, ‘মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আমি একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই জাতিকে। এর জন্য কী কী করতে হবে সেটা আমি বোঝার চেষ্টা করব। কোন কোন জায়গায় হাত দিতে হবে, আমি সেই কাজটা করব।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার